—প্রতীকী চিত্র।
বর্ষবরণের রাতে পুলিশের নাকা তল্লাশির সময়ে শাসকদল তৃণমূলের এক যুব নেতার দাদাগিরি ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের বেলেপোল মোড়ে।
সূত্রের খবর, নাকা তল্লাশি চলাকালীন দক্ষিণ হাওড়া যুব তৃণমূলের একটি পদে থাকা এক নেতার দুই সঙ্গীকে পুলিশ আটক করে। অভিযোগ, তাঁরা মত্ত অবস্থায় ছিলেন। খবর পেয়ে ওই নেতা দলবল-সহ পুলিশের উপরে চড়াও হন। পুলিশের দাবি, ওই নেতাও নেশাগ্রস্ত ছিলেন। অভিযোগ, ট্র্যাফিক পুলিশের এক কর্তার দিকে আঙুল উঁচিয়ে মারতে যান তিনি। স্থানীয়েরা তাঁকে শান্ত করার চেষ্টা করলেও লাভ হয়নি। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, বর্ষবরণের উৎসবের জন্য ওই যুব নেতা তাঁর দুই সঙ্গীকে রাত ১১টা নাগাদ বেলেপোল মোড়ে মদের দোকানে পাঠান। মত্ত অবস্থায় থাকা ওই দু’জন যখন বাইক নিয়ে বেলেপোল মোড়ে আসেন, তখন দাশনগর ট্র্যাফিক পুলিশ তাঁদের আটকায়। ব্রেথ অ্যানালাইজ়ার দিয়ে পরীক্ষা করে তাঁদের আটক করে পুলিশ। সেই খবর পৌঁছয় ভট্টাচার্যপাড়ার বাসিন্দা ওই যুব নেতার কাছে। পুলিশ জানায়, এর পরেই ওই নেতা দলবল নিয়ে চড়াও হয়ে দাবি করেন, সঙ্গীদের ছেড়ে দিতে হবে। নেশা করে তাঁরা অপরাধ করেননি।
পরিস্থিতি সামলাতে এসে নেতার হাতে অপদস্থ হন দাশনগর ট্র্যাফিক গার্ডের ওসি সাবির আব্বাস। অভিযোগ, যুব নেতা ওসির দিকে আঙুল উঁচিয়ে মারতে যান। বদলির হুমকি দেন। শেষে পুলিশ ওই যুব নেতাকে আটক করে।