Fake Appoinment

টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগের চক্র

পুলিশ সূত্রের খবর, এক ব্যক্তি নিয়োগপত্র নিয়ে সরকারি অফিসে গেলে সন্দেহ প্রকাশ করেন সেখানকার রক্ষী। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, ২০২৫ এর ৩ জুলাই একটি ইমেল থেকে হাওড়া জেলার এক বাসিন্দাকে গ্রুপ ডি পদে ভুয়ো নিয়োগপত্র পাঠানো হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০৭:৫৭

ছবি: এআই সহায়তায় প্রণীত।

একটি ইমেল আইডি থেকে সরকারি চাকরিতে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছে। এমন অভিযোগ প্রশাসনের এক উচ্চপদস্থ কর্তার কাছ থেকে পায় পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, ঘটনার নেপথ্যে একটি চক্রের হাত রয়েছে। তাই বিধাননগরসাইবার ক্রাইম থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রের খবর, এক ব্যক্তি নিয়োগপত্র নিয়ে সরকারি অফিসে গেলে সন্দেহ প্রকাশ করেন সেখানকার রক্ষী। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, ২০২৫ এর ৩ জুলাই একটি ইমেল থেকে হাওড়া জেলার এক বাসিন্দাকে গ্রুপ ডি পদে ভুয়ো নিয়োগপত্র পাঠানো হয়েছিল। সেখানে উল্লেখ, পরের দিন কাজে যোগ দিতে হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই ব্যক্তি পুলিশকে জানান, এক জন সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১ লক্ষ টাকা নিয়েছিলেন। এই বিষয়ে বিধাননগর সাইবার থানায় সাধারণ অভিযোগ দায়ের হয়।

তদন্তে দেখা যায়, তিনটি মোবাইল ও একাধিক ইমেল আইডি এই ঘটনায় যুক্ত। তার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিও। পুলিশের প্রাথমিক অনুমান, এর নেপথ্যে বড় চক্র সক্রিয়। এ বিষয়ে নিশ্চিত হওয়ার পরে বিধাননগর পুলিশের শীর্ষ স্তরে একটি রিপোর্ট পাঠানো হয়। গুরুত্ব বুঝে জনস্বার্থে ওই চক্রের পর্দা ফাঁস করতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে প্রতারণা, ষড়যন্ত্র, অপরাধমূলক কাজ, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন