U19 Asia Cup

বিতর্ক থামছে না ছোটদের এশিয়া কাপেও, বৈভবদের বিরুদ্ধে জয় শাহের আইসিসির কাছে নালিশ করবেন পাক বোর্ডের প্রধান নকভি

ছোটদের এশিয়া কাপ ফাইনালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের আচরণ নিয়ে আগেই মুখ খুলেছিলেন পাকিস্তানের কোচ সরফরাজ় আহমেদ। এ বার সুর চড়ালেন পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:২৬
picture of cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

ছোটদের এশিয়া কাপ ঘিরে বিতর্ক থামছে না। এ বার আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশীদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উঠল। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে অভিযোগ জানাবেন মহসিন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি বৈভবদের আচরণে ক্ষুব্ধ।

Advertisement

দুবাই থেকে পাকিস্তানে ফিরে ভারতীয় দলের বিরুদ্ধে অখেলোয়াড়োচিত আচরণের অভিযোগে সুর চড়িয়েছেন নকভি। ভারতের কয়েক জন ক্রিকেটার নাকি খেলা চলাকালীন অতিআগ্রাসী আচরণ করেন। পাক সাংবাদমাধ্যমকে নকভি বলেছেন, ‘‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে সারাক্ষণ ভারতের ক্রিকেটারেরা নানা ভাবে উত্যক্ত করেছে পাকিস্তানের খেলোয়াড়দের। আমরা আইসিসির কাছে ভারতের বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগ জানাব। খেলা এবং রাজনীতিকে সব সময় আলাদা রাখা উচিত।’’

নকভির আগে ভারতীয় দলের আচরণ নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের কোচ সরফরাজ় আহমেদও। তিনি বলেছিলেন, ‘‘ফাইনালে ভারতের ক্রিকেটারদের আচরণ যথাযথ ছিল না। ক্রিকেটীয় সৌজন্যের পরিপন্থী ছিল ওদের আচরণ। তা-ও আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর সৌজন্য বজায় রেখে উৎসব করেছি। রীতিনীতি মেনে ক্রিকেট খেলা উচিত সব সময়। আমরা এ ভাবেই ক্রিকেট খেলি। কিন্তু ভারত তা করে না।’’

বড়দের এশিয়া কাপে সূর্যকুমার যাদবদের কাছে হেরেছে পাকিস্তান। ছোটদের এশিয়া কাপ জিতে পাকিস্তানের সেই জ্বালা কিছুটা হলেও মিটেছে। তার পর থেকেই ভারতের বিরুদ্ধে নানা অছিলায় সুর চড়ানোর চেষ্টা করছেন নকভিরা। ছোটদের মাঠের উত্তাপেও মাথা গলাচ্ছেন পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী।

Advertisement
আরও পড়ুন