Shubman Gill and Sara Tendulkar

শুভমনের দিকে তাকিয়ে সারা, সচিন-কন্যার সঙ্গে চোখাচোখি ভারত অধিনায়কের! আবার শুরু প্রেমের জল্পনা

লন্ডনে যুবরাজ সিংহ আয়োজিত একটা নৈশভোজে গিয়েছিলেন শুভমন গিল ও সারা তেন্ডুলকর। সেখানেই দেখা হয় দু’জনের। তার পরেই শুরু জল্পনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ২২:০১
cricket

সারা তেন্ডুলকরের (সাদা পোশাকে) দিকে তাকিয়ে হাসি শুভমন গিলের। ছবি: সমাজমাধ্যম।

আবার আলোচনায় শুভমন গিল ও সারা তেন্ডুলকর। লন্ডনে যুবরাজ সিংহ আয়োজিত একটা নৈশভোজে গিয়েছিলেন তাঁরা। সেখানেই দেখা হয় দু’জনের। তার পরেই শুরু জল্পনা। সেই অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি ও ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে।

Advertisement

গত ৮ জুলাই নিজের সংস্থার জন্য অর্থ সংগ্রহ করতে লন্ডনে একটা নৈশভোজের আয়োজন করেছিলেন যুবরাজ। ভারতীয় দল ছাড়াও সেখানে হাজির ছিলেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, কেভিন পিটারসেন, ক্রিস গেইল, রবি শাস্ত্রীর মতো তারকা। সচিনের সঙ্গে তাঁর স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাও ছিলেন।

একটা ভিডিয়োয় দেখা যাচ্ছে, চেয়ারে বসে রয়েছেন সারা। তাঁর সামনে দিয়ে যাচ্ছেন শুভমন। হঠাৎ হাসিমুখে আড়চোখে সারার দিকে তাকান তিনি। সচিন-কন্যা তখন তাঁর দিকে তাকান কি না তা বোঝা যায়নি। আর একটা ভিডিয়োতে দেখা যাচ্ছে, শুভমনের পিছন দিকে বসে সারা। তিনি শুভমনের দিকে তাকিয়ে।

তবে সবচেয়ে বেশি যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তা শুভমনকে নিয়ে সতীর্থদের মশকরার। সেখানে দেখা যাচ্ছে পাশাপাশি বসে রয়েছেন রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর ও শুভমন। কিছুটা দূরে সচিন ও অঞ্জলি। তাঁদের পিছনে সারা। সচিনকে মঞ্চে ডাকা হচ্ছে। তাঁদের দিকে আলো পড়েছে। তাতে সারাকেও দেখা যাচ্ছে। সে দিকে শুভমন তাকাতেই জাডেজা, রাহুলেরা হাসতে শুরু করেন। ভারত অধিনায়কের দিকে তাকিয়ে কিছু একটা বলেনও তাঁরা। তবে কী বলেন তা বোঝা যায়নি।

এই সব ভিডিয়ো ও ছবি প্রকাশ্যে আসতে আরও এক বার শুভমন ও সারাকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই জল্পনা বেশ কয়েক বছর ধরে চলছে। প্রকাশ্যে তাঁরা কোনও দিন এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। শুভমন এ-ও জানিয়েছেন যে, তিনি কোনও সম্পর্কে নেই। এখন ক্রিকেট ছাড়া অন্য কোনও দিকে তাঁর মন নেই। তার পরেও দু’জনকে নিয়ে জল্পনার শেষ নেই। তা আবার বাড়িয়ে দিল লন্ডনের অনুষ্ঠান।

Advertisement
আরও পড়ুন