Sourav Ganguly Coach

চ্যাম্পিয়ন হতে পারলেন না কোচ সৌরভ! ব্রেভিসের শতরানের পরেও হার, ট্রফিজয়ের হ্যাটট্রিক আইপিএলের আর এক ফ্র্যাঞ্চাইজ়ির

প্রথম বার কোচ হয়েই দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে (এসএ২০) দলকে ফাইনালে তুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তীরে গিয়ে তরী ডুবল। ফাইনালে হারল সৌরভের দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২৩:১২
cricket

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

প্রিটোরিয়া ক্যাপিটালসকে প্রথম বার চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথম বার কোচ হয়েই দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে (এসএ২০) দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। কিন্তু তীরে গিয়ে তরী ডুবল। ফাইনালে হারল সৌরভের দল। প্রিটোরিয়াকে হারিয়ে ট্রফিজয়ের হ্যাটট্রিক করল আইপিএলের আর এক ফ্র্যাঞ্চাইজ়ি সানরাইজার্স হায়দরাবাদের দল সানরাইজার্স ইস্টার্ন কেপ।

Advertisement

ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করে প্রিটোরিয়া। ৫৬ বলে ১০১ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। তিনি ১৮০-র বেশি স্ট্রাইক রেটে খেললেও প্রিটোরিয়ার বাকি ব্যাটারেরা রান পাননি। ব্রাইস পারসন্স করেন ৩০ রান। ফলে ১৫৮ রানের বেশি করতে পারেনি প্রিটোরিয়া।

সানরাইজার্সের পেসার মার্কো জানসেন চার ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন। তাঁর দাপটে শুরু থেকে উইকেট পড়তে থাকে প্রিটোরিয়ার। সেখান থেকে আর খেলায় ফিরতে পারেনি সৌরভের দল।

তার পরেও লড়াই করে প্রিটোরিয়া। ১৫৯ রান সহজে তাড়া করতে পারেনি সানরাইজার্স। একটা সময় দেখে মনে হচ্ছিল, শেষ বলে খেলার ফয়সালা হবে। কিন্তু ম্যাথু ব্রিৎজ়কি ও অধিনায়ক ট্রিস্টান স্টাবস দলকে জয়ে নিয়ে যান। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। প্রথম দুই বলে দু’টি ছক্কা মেরে খেলা শেষ করে দেন স্টাবস। চার বল বাকি থাকতে ৬ উইকেট জেতে সানরাইজার্স। ব্রিৎজ়কি ৬৮ ও স্টাবস ৬৩ রানে অপরাজিত থাকেন।

এই নিয়ে দু’বার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের ফাইনাল খেলল প্রিটোরিয়া। দু’বারই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হল তাদের। সানরাইজার্স তিন বার চ্যাম্পিয়ন হল। সৌরভ ফাইনালে হারলেও তিনি দেখালেন, কোচ হিসাবে সফল হওয়ার অস্ত্র তাঁর হাতে রয়েছে।

Advertisement
আরও পড়ুন