(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব (ডান দিকে)। ছবি: এক্স।
অস্ট্রেলিয়ার কাছে এক দিনের সিরিজ় হারতে হয়েছে শুভমন গিলদের। সূর্যকুমার যাদবেরা কিন্তু টি-টোয়েন্টি সিরিজ়ে জয় ছাড়া কিছু ভাবছেন না। এশিয়া কাপজয়ী দলকেই মূলত পাঠানো হয়েছে অস্ট্রেলিয়া সফরে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়কে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছে ভারতীয় শিবির। এই সিরিজ় থেকেই বিশ্ব খেতাব ধরে রাখার জন্য পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দেবেন কোচ গৌতম গম্ভীর। এশিয়া কাপের জয় এখন অতীত। নতুন করে শুরু করতে চাইছেন তিনি। ২০২৫ সালে এই প্রথম বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্ট এবং এক দিনের সিরিজ় হারতে হয়েছে। তাই বুধবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি আলাদা গুরুত্ব পাচ্ছে কোচের কাছে।
মিচেল স্টার্কের দলকে স্পিন বোলিংয়ের ফাঁদে ফেলার পরিকল্পনা রয়েছে সূর্যকুমারদের। ক্যানবেরার পিচ নিয়ে ভারতীয় শিবির চিন্তিত নয়। দু’জন স্পিনার থাকতে পারেন প্রথম একাদশে। অস্ট্রেলীয় ব্যাটারদের স্পিন বল খেলার ক্ষেত্রে দুর্বলতা কাজে লাগাতে চায় ভারতীয় শিবির। তা ছাড়া কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীরা টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট সফল। টি-টোয়েন্টি ক্রিকেটের পিচ সাধারণ ভাবে ব্যাটিং সহায়ক হয়। সে কথাও মাথায় রাখা হচ্ছে। এই সিরিজ়ে জশপ্রীত বুমরাহকেও পাচ্ছে ভারত। অনুশীলনে ভারতীয় ক্রিকেটারেরা ছিলেন ফুরফুরে মেজাজে। কোচ গম্ভীর এবং অধিনায়ক সূর্যকে রসিকতা করতেও দেখা গিয়েছে। কোনও চাপ নিতে চাইছেন না তাঁরা।
অধিনায়ক সূর্য বলেছেন, ‘‘পরিস্থিতি অনুযায়ী প্রথম একাদশ বেছে নেওয়া হয়। এটাই স্বাভাবিক। তবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে আমরা এক জন জোরে বোলার, এক জন অলরাউন্ডার এবং তিন জন স্পিনার নিয়ে দল সাজিয়ে ছিলাম। কোথায় খেলা হচ্ছে, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করাই আমাদের মূল লক্ষ্য।’’
২০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হালকা ভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। একার হাতে ম্যাচ জেতাতে পারে, এমন একাধিক ক্রিকেটার রয়েছেন মার্শের দলেও। তাই ম্যাচের দিন পিচ দেখার পরই প্রথম একাদশ চূড়ান্ত করতে চাইছে ২০ ওভারের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নেরা।