সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দাপট দেখাচ্ছেন সূর্যকুমার যাদবেরা। প্রথম ম্যাচে অভিষেক শর্মা এবং রিঙ্কু সিংহ ব্যাট হাতে দাপট দেখিয়েছেন। শুক্রবার রায়পুরে ফর্মে ফিরেছেন অধিনায়ক সূর্য। চেনা মেজাজে দেখা গিয়েছে দু’বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ঈশান কিশনকেও। পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা সূর্যেরা। রবিবারই তাঁরা সিরিজ় জয় নিশ্চিত করে নিতে চান গুয়াহাটিতে। তৃতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশে একটি পরিবর্তন করতে পারেন গৌতম গম্ভীর।
ওয়াশিংটন সুন্দর, তিলক বর্মার মতো প্রথম একাদশের নিয়মিত দুই সদস্যকে ছাড়াই খেলছে ভারত। তবু মিচেল স্যান্টনারের দলের বিরুদ্ধে অপ্রতিরোধ্য দেখাচ্ছে গত বারের টি-টোয়েন্টি বিশ্বজয়ীদের। রবিবারও সম্ভবত সহ-অধিনায়ক অক্ষর পটেলকে পাবেন না সূর্যেরা। তবে প্রথম একাদশে একটি পরিবর্তন হতে পারে।
দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেও ভারতের ওপেনিং জুটি পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ইনিংস শুরু করবেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। তিন নম্বরে ব্যাট ঈশান কিশনের নামা নিয়ে কোনও প্রশ্ন নেই। এই ম্যাচেও সম্ভবত তিনি উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন না। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন অধিনায়ক সূর্যকুমার নিজে। বিশ্বকাপের আগে তাঁর ফর্ম ফেরা নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে গম্ভীরকে। পাঁচ নম্বরে ব্যাট নামবেন হার্দিক পাণ্ড্য। অভিজ্ঞ অলরাউন্ডার ভারতের টি-টোয়েন্টি দলের ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ। হার্দিকের খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই। ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে থাকবেন আর এক অলরাউন্ডার শিবম দুবে। সাত নম্বরে নিশ্চিত ফর্মে থাকা রিঙ্কু সিংহও।
ব্যাটিং অর্ডারের শেষ চারটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। আট থেকে ১১ নম্বর পর্যন্ত ব্যাট করতে আসবেন হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহ। এই ম্যাচে বিশ্রাম থেকে ফিরবেন বুমরাহ। তাঁকে প্রথম একাদশে আনা হবে অর্শদীপ সিংহের জায়গায়। রায়পুরে ভাল বল করা হর্ষিতের ব্যাটিং দলের বাড়তি পাওনা। তাই তিনি খেলবেন।