India Vs South Africa 2025

দুই কিপার, চার অলরাউন্ডার! রবিবার রাঁচীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাদের খেলাতে পারেন কোচ গম্ভীর

রাঁচীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ খেলতে নামছে ভারত। সেখানে ভারতের প্রথম একাদশে কাদের দেখা যাবে, আভাস দিল আনন্দবাজার ডট কম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১০:০৭
cricket

গৌতম গম্ভীর। ছবি: রয়টার্স।

টেস্ট সিরিজ়ে লজ্জার চুনকামের পর এ বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু এক দিনের সিরিজ়। রবিবার রাঁচীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ খেলতে নামছে ভারত। শুভমন গিল না থাকায় এই সিরিজ়ে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। শুভমন না থাকায় ভারতীয় দলে চমক দেখা যেতে পারে। কোচ গৌতম গম্ভীর অলরাউন্ডারদের বেশি পছন্দ করেন। ফলে দলে দুই উইকেটরক্ষকের পাশাপাশি চার অলরাউন্ডারকেও খেলাতে পারেন তিনি।

Advertisement

রাঁচীতে ভারতের সম্ভাব্য একাদশ—

১) যশস্বী জয়সওয়াল— শুভমন না থাকায় এই সিরিজ়ে ভারতের ওপেনিংয়ে দেখা যাবে যশস্বীকে। টেস্ট দলে নিয়মিত হলেও সাদা বলের ক্রিকেটে খুব বেশি দেখা যায় না তাঁকে। রাঁচীতে সুযোগ পাবেন তিনি।

২) রোহিত শর্মা— অস্ট্রেলিয়ায় সিরিজ়ের সেরা হয়েছিলেন। ন’মাস পর দেশের মাটিতে এক দিনের সিরিজ় খেলতে নামছেন রোহিত। নিজের ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি।

৩) বিরাট কোহলি— রোহিতের মতো কোহলিও ন’মাস পর দেশের মাটিতে এক দিনের ক্রিকেট খেলতে নামছেন। তিনিও এই সিরিজ়ে রান করতে চাইবেন।

৪) ঋষভ পন্থ— ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে রাহুল জানিয়েছেন, বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেও খেলার যোগ্যতা রয়েছে পন্থের। রাঁচীতে খেলছেন তিনি। উইকেটকিপিংও করবেন পন্থ।

৫) রবীন্দ্র জাডেজা— ভারতের সেরা অলরাউন্ডার রাঁচীর মাঠে বড় ভূমিকা নিতে পারেন। হার্দিক পাণ্ড্য না থাকায় বড় দায়িত্ব তাঁর।

৬) লোকেশ রাহুল— দলের নেতৃত্ব দেবেন। রাহুলই জানিয়েছেন, এই দলে ফিনিশারের ভূমিকা তাঁর। ফলে ছ’নম্বরে দেখা যাবে তাঁকে।

৭) নীতীশ কুমার রেড্ডি— গম্ভীর দলে বেশি অলরাউন্ডার চান। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে তো দলে বেশ কয়েক জন অলরাউন্ডার খেলান তিনি। এই ম্যাচেও তাই করবেন। নীতীশকে খেলাবেন কোচ।

৮) ওয়াশিংটন সুন্দর— অক্ষর পটেল এই সিরিজ়ে খেলছেন না। রাঁচীর উইকেটে স্পিনারেরা বেশি সুবিধা পান। তাই সুন্দরও খেলবেন।

৯) হর্ষিত রানা— কোচ গম্ভীরের পছন্দের ক্রিকেটার। অস্ট্রেলিয়াতেও খেলেছিলেন তিনি। সেখানে তো আট নম্বরে নামতেও দেখা গিয়েছিল তাঁকে। গম্ভীরের কথায়, হর্ষিত অলরাউন্ডার। রাঁচীতেও ভারতের প্রথম একাদশে দেখা যাবে এই অলরাউন্ডারকে।

১০) কুলদীপ যাদব— রাঁচীতে তিন স্পিনার খেলাবেন গৌতম গম্ভীর। সুতরাং বিষেশজ্ঞ স্পিনার হিসাবে খেলবেন বাঁহাতি কুলদীপ।

১১) অর্শদীপ সিংহ— এক দিনের কেরিয়ার বড় না হলেও বুমরাহ-সিরাজ না থাকায় রাঁচীতে নতুন বল হাতে দেখা যাবে অর্শদীপকে।

Advertisement
আরও পড়ুন