ইডেনে আলোচনায় ব্যস্ত ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও অধিনায়ক শুভমন গিল। ছবি: পিটিআই।
বদল হয়েছে ভারতের ১৫ জনের দলে। শুক্রবার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু প্রথম টেস্ট। তার আগে নীতীশ কুমার রেড্ডিকে ছেড়ে দিয়েছে ভারতীয় দল। বদলে কোনও ক্রিকেটার নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, ইডেনে কোনও পেসার-অলরাউন্ডারকে খেলানো হবে না। তবে কি দুই পেসার, তিন স্পিনার খেলাবে ভারত? শুক্রবার ভারতের প্রথম একাদশে কারা থাকতে পারেন, তার আভাস দিল আনন্দবাজার ডট কম।
১) যশস্বী জয়সওয়াল— গত কয়েক বছরে লাল বলের ক্রিকেটে ভারতের নিয়মিত ওপেনার। ইডেনেও তিনিই ভারতের ওপেনার হিসাবে খেলবেন।
২) লোকেশ রাহুল— রোহিত শর্মা অবসর নেওয়ার পর থেকে ওপেনার হিসাবে খেলছেন রাহুল। রানও করছেন। ইডেনেও তিনি খেলবেন।
৩) সাই সুদর্শন— টেস্ট অভিষেক হওয়ার পর থেকে এখনও শতরান পাননি। কিন্তু তাঁর উপর ভরসা রয়েছে গৌতম গম্ভীরের। ফলে ইডেনে আরও একটি সুযোগ পাবেন সুদর্শন।
৪) শুভমন গিল— দলের অধিনায়ক। ব্যাটিং অর্ডারে চার নম্বরে খেলছেন তিনি। মিডল অর্ডার সামলাচ্ছেন শুভমন।
৫) ঋষভ পন্থ— চোট সারিয়ে ফিরেছেন। দলের সহ-অধিনায়ক। ইডেনে আবার লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে খেলতে দেখা যাবে পন্থকে।
৬) ধ্রুব জুরেল— উইকেটরক্ষক হলেও ইডেনে মূলত বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলবেন জুরেল। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে এক টেস্টে জোড়া শতরানের পুরস্কার পেতে পারেন তিনি।
৭) রবীন্দ্র জাডেজা— লাল বলের ক্রিকেটে ভারতের এক নম্বর অলরাউন্ডার। গত এক বছরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। সেই ফর্ম ইডেনেও ধরে রাখতে চান তিনি।
৮) ওয়াশিংটন সুন্দর— ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে ভাল খেলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও অক্ষর পটেলের বদলে দ্বিতীয় স্পিনার-অলরাউন্ডার হিসাবে খেলবেন সুন্দর।
৯) কুলদীপ যাদব— দলের এক নম্বর বিশেষজ্ঞ স্পিনার। ইডেনের উইকেটে তাঁর বাঁহাতি স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
১০) জসপ্রীত বুমরাহ— ভারতের পেস আক্রমণের নেতা। ইডেনের উইকেটে পেসারেরা সুবিধা পান। তাই বুমরাহের উপর দল অনেকটাই নির্ভর করবে।
১১) মহম্মদ সিরাজ— গত এক বছরে লাল বলের ক্রিকেটে ভারতের সবচেয়ে ধারাবাহিক বোলার। লম্বা স্পেল করতে পারেন। বুমরাহের পাশাপাশি ভারতের পেস আক্রমণ সামলাবেন সিরাজ।