India Vs South Africa 2025

অনিশ্চিত হার্দিক, ফিরছেন শুভমন! মঙ্গলবার কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশে কারা?

এ বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু টি-টোয়েন্টি সিরিজ়। প্রথম ম্যাচ কটকে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কারা খেলতে পারেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১১:৫৮
cricket

(বাঁ দিকে) হার্দিক পাণ্ড্য ও শুভমন গিল (ডান দিকে)। —ফাইল চিত্র।

টেস্ট ও এক দিনের পর এ বার লড়াই শুরু টি-টোয়েন্টি সিরিজ়ে। সবচেয়ে ছোট ফরম্যাটের সিরিজ়ে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। দু’মাস পরেই ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এই সিরিজ়ের গুরুত্ব আরও বেশি। ভিন্ন অধিনায়ক, ভিন্ন ক্রিকেটারদের দেখা যাবে কুড়ি-বিশের ফরম্যাটে।

Advertisement

চোট সারিয়ে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরছেন শুভমন গিল। হার্দিক পাণ্ড্যেরও ফেরার কথা ছিল। কিন্তু কটকে অনুশীলনের মাঝে আবার চোট-আতঙ্ক তাঁকে ঘিরে। ফলে তাঁর খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। মঙ্গলবার, কটকে প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা খুঁজে দেখল আনন্দবাজার ডট কম।

ভারতের সম্ভাব্য একাদশ:

১) অভিষেক শর্মা— টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার। ফর্মে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সেই ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি। ব্যাটের পাশাপাশি বল হাতেও দেখা যেতে পারে তাঁকে।

২) শুভমন গিল— চোট সারিয়ে ফিরছেন। ভারতের টি-টোয়েন্টি দলে অভিষেকের সঙ্গে ওপেন করতে দেখা যাবে দলের সহ-অধিনায়ককে।

৩) তিলক বর্মা— টি-টোয়েন্টিতে ভারতের মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটার। পাশাপাশি বল হাতেও কয়েক ওভার করে দিতে পারেন।

৪) সূর্যকুমার যাদব— দলের অধিনায়ক। কিন্তু ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারছেন না। বিশ্বকাপের আগে ফর্মে ফিরতে চাইবেন সূর্য।

৫) সঞ্জু স্যামসন— শুভমন আসায় মিডল অর্ডারে জায়গা হয়েছে ভারতের উইকেটরক্ষক-ব্যাটারেরা। কটকেও ফিনিশারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

৬) হার্দিক পাণ্ড্য— হার্দিকের ফেরার কথা জানিয়েছিলেন সূর্যকুমার। কিন্তু অনুশীলনে চোট পেয়েছেন তিনি। ভারতের শেষ অনুশীলনেও দেখা যায়নি তাঁকে। তবে ঝুঁকি এড়াতেই হয়তো হার্দিককে বিশ্রাম করতে বলেছেন চিকিৎসকেরা। কারণ, চোট পাওয়ার পর ব্য়াটিং অনুশীলন করেছেন হার্দিক। ফলে কটকে তাঁর খেলার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে বসতে হবে শিবম দুবেকে।

৭) অক্ষর পটেল— টি-টোয়েন্টিতে এই স্পিনার-অলরাউন্ডারের ভূমিকা খুব বেশি। ব্যাট ও বল হাতে দলকে জেতানোর ক্ষমতা রাখেন অক্ষর।

৮) ওয়াশিংটন সুন্দর— কোচ গম্ভীরের পছন্দের ক্রিকেটার। তাঁকে তিন ফরম্যাটেই নিয়মিত খেলাচ্ছেন গম্ভীর। কটকেও দেখা যেতে পারে এই বাঁহাতি স্পিনার-অলরাউন্ডারকে।

৯) হর্ষিত রানা— ভারতের কোচ গম্ভীরের আর এক পছন্দের ক্রিকেটার। তাঁকেও নিয়মিত খেলাচ্ছেন গম্ভীর। অলরাউন্ডার হিসাবে দলে সুযোগ পাবেন হর্ষিত।

১০) জসপ্রীত বুমরাহ— দলের বোলিং আক্রমণের নেতা। নতুন ও পুরনো বল হাতে দেখা যাবে তাঁকে। হার্দিক থাকায় দুই বিশেষজ্ঞ পেসারই খেলাবে ভারত।

১১) বরুণ চক্রবর্তী— ছোট ফরম্যাটে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে রহস্য হয়ে উঠতে পারেন তিনি।

Advertisement
আরও পড়ুন