PSL 2025

ভারত-পাক সংঘাতের জের, লোকের অভাবে পাকিস্তান সুপার লিগে আর নেওয়া যাবে না ডিআরএস!

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল কিছু দিন বন্ধ ছিল। আবার শুরু হলেও ডিআরএস ব্যবহার করা যাচ্ছে না। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ডিআরএস প্রযুক্তি ব্যবহার করার জন্য যে কর্মীরা ছিলেন, তাঁরা পাকিস্তানে ফিরতে চাইছেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১১:০৩
PSL 2025

পাকিস্তান সুপার লিগে ব্যবহার করা যাচ্ছে না ডিআরএস। —ফাইল চিত্র।

পাকিস্তান সুপার লিগে আর ডিআরএস ব্যবহার করা যাবে না। রিভিউ নিতে পারবেন না ক্রিকেটারেরা। ওই প্রযুক্তি ব্যবহার করার মতো কর্মী পাওয়া যাচ্ছে না। সেই কারণেই বন্ধ হয়ে গেল ডিআরএস-এর ব্যবহার।

Advertisement

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল কিছু দিন বন্ধ ছিল। আবার শুরু হলেও ডিআরএস ব্যবহার করা যাচ্ছে না। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ডিআরএস প্রযুক্তি ব্যবহার করার জন্য যে কর্মীরা ছিলেন, তাঁরা পাকিস্তানে ফিরতে চাইছেন না। সেই কারণেই ওই প্রযুক্তি আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ২৫ মে পাকিস্তান সুপার লিগের ফাইনাল।

স্থগিত রাখার পর পিএসএল ১৭ মে থেকে শুরু হয়েছিল। সেই সময় থেকেই ডিআরএস ব্যবহার করা যাচ্ছে না। ডিআরএস প্রযুক্তির জন্য যে সব কর্মীদের নেওয়া হয়েছিল, তাদের বেশির ভাগই ভারতীয়। সেই সব কর্মীরা দেশে ফিরে এসেছেন। তাঁদের পক্ষে আর পাকিস্তানে যাওয়া সম্ভব হচ্ছে না।

পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল লিগের বাকি অংশ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করতে। ঘোষণাও করে দিয়েছিল তারা। কিন্তু আমিরশাহি ক্রিকেট বোর্ড পিএসএল আয়োজন করতে রাজি হয়নি। যে কারণে শেষ পর্যন্ত পাকিস্তানেই হচ্ছে পিএসএল।

ইতিমধ্যেই পিএসএলের ফাইনালে পৌঁছে গিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটার্স। শুক্রবার মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্স। এই ম্যাচের জয়ী পৌঁছে যাবে ফাইনালে।

Advertisement
আরও পড়ুন