IPL 2025

বান্ধবী মেহওয়াশের সঙ্গে নৈশভোজে চহল, ফাইনালের আগে চর্চায় পঞ্জাবের স্পিনার

আইপিএলের লিগ পর্বে পঞ্জাবের শেষ ম্যাচ ছিল জয়পুরে। সেখানেই চহল এবং তাঁর বান্ধবী মেহওয়াশকে নৈশভোজে একটি রেস্তরাঁয় দেখা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১১:১৯
RJ Mahvash and Yuzvendra Chahal

আরজে মহওয়াশের সঙ্গে যুজবেন্দ্র চহল। —ফাইল চিত্র।

যুজবেন্দ্র চহল এবং আরজে মেহওয়াশ আরও এক বার চর্চায়। জয়পুরে নৈশভোজে গিয়েছিলেন তাঁরা। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। আইপিএলের ফাইনালে ওঠার আগেই উৎসবে মেতেছিলেন চহলেরা?

Advertisement

আইপিএলের লিগ পর্বে পঞ্জাবের শেষ ম্যাচ ছিল জয়পুরে। সেখানেই চহল এবং তাঁর বান্ধবী মেহওয়াশকে নৈশভোজে একটি রেস্তরাঁয় দেখা গিয়েছে। ‘পিঙ্কভিলা’র তরফে সেই ভিডিয়ো পোস্ট করা হয়। চহল এবং মেহওয়াশের সম্পর্ক নিয়ে চর্চা চললেও তাঁরা এখনও নিজেরা কোনও কিছু বলেননি। যদিও মেহওয়াশকে পঞ্জাব কিংসের টিম বাসে উঠতে দেখা গিয়েছে। দলের সঙ্গেই রয়েছেন তিনি।

আইপিএলের লিগ পর্বে শীর্ষে থেকে প্লে-অফে উঠেছিল পঞ্জাব। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে তারা হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে ওঠে পঞ্জাব। মঙ্গলবার আইপিএলের ফাইনালে মুখোমুখি বেঙ্গালুরু এবং পঞ্জাব।

পঞ্জাবের বেশির ভাগ ম্যাচেই মেহওয়াশকে গ্যালারিতে দেখা গিয়েছে। আইপিএল শুরুর আগেই চহলের বিবাহবিচ্ছেদ হয়। ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ হয়েছিল তাঁর। সেই সম্পর্ক শেষ হওয়ার পরেই চহল এবং মেহওয়াশকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন