Glenn Maxwell Ruled Out of IPL 2025

চেন্নাইকে হারিয়েও ধাক্কা পঞ্জাবের, শ্রেয়সের দলের অলরাউন্ডার ছিটকেই গেলেন আইপিএল থেকে

বুধবার আইপিএলে চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে পঞ্জাব। তবে প্রতিযোগিতার মাঝেই ধাক্কা খেতে হল তাদের। আইপিএল থেকে ছিটকে গেলেন দলের ক্রিকেটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৩:১৩
cricket

শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

বুধবার আইপিএলে চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে পঞ্জাব। তবে প্রতিযোগিতার মাঝেই ধাক্কা খেতে হল তাদের। আইপিএল থেকে ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। আনুষ্ঠানিক ভাবে এ কথা জানানো না হলেও সতীর্থেরা সে কথা স্বীকার করে নিয়েছেন।

Advertisement

এ বারের আইপিএল খুব একটা ভাল যায়নি ম্যাক্সওয়েলের। কলকাতার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন ম্যাক্সওয়েল। চেন্নাই ম্যাচে তাঁর জায়গায় খেলেন সূর্যাংশ শেড়গে।

সেই ম্যাচের পর পঞ্জাবের ক্রিকেটার মার্কাস স্টোইনিস বলেন, “দুর্ভাগ্যবশত ম্যাক্সির আঙুল ভেঙে গিয়েছে। গত ম্যাচের আগে অনুশীলনে ওর আঙুল ভাঙে। প্রথমে ওর মনে হয়নি চোট অতটা গুরুতর হতে পারে। তবে যত সময় গিয়েছে সেই চোট তত খারাপ হয়েছে। স্ক্যানের রিপোর্টও খুব ভাল নয়। আমার মনে হয় ওর আইপিএল শেষ।”

ম্যাক্সওয়েলের বিষয়টি মেনে নিয়েছেন কোচ রিকি পন্টিংও। তবে এখনও যোগ্য পরিবর্ত ক্রিকেটার খুঁজে বার করতে পারেননি। বলেছেন, “কোনও একটা সময় এক জন পরিবর্ত ক্রিকেটার নিতেই হবে। এর পর ১২তম ম্যাচ খেলতে নামব। তার পরেও হাতে দুটো ম্যাচ থাকবে। দলে যারা রয়েছে তাদের মধ্যে থেকে পরিবর্ত খোঁজার চেষ্টা করছি। আজমাতুল্লাহ ওমরজাই, অ্যারন হার্ডিরা এখনও খেলেনি।”

ম্যাক্সওয়েলের জায়গায় কোনও ভারতীয়কেও খেলাতে পারেন বলে দাবি পন্টিংয়ের। তিনি বলেছেন, “এই মুহূর্তে হাতের সামনে ভাল বিকল্প নেই। ভারতীয় প্রতিভাদের মধ্যে কাকে খেলানো যায় সেটা দেখতে হবে। তরুণদের সুযোগ দিতে পারি।”

Advertisement
আরও পড়ুন