IPL 2025

ঘরের মাঠে ব্যাটিং জমল না শ্রেয়সের পঞ্জাবের, জয়ের জন্য কোহলিদের চাই ১৫৮ রান

দু’দিন আগেই বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে হারিয়ে এসেছিল পঞ্জাব কিংস। সেই হারের বদলা নেওয়ার সুযোগ বিরাট কোহলিদের সামনে। ঘরের মাঠে এ দিনও জমল না শ্রেয়স আয়ারদের ইনিংস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:১৫
Picture of RCB

(বাঁ দিকে) রোমারিও শেফার্ড এবং বিরাট কোহলি (ডান দিকে)। ছবি: বিসিসিআই।

বেঙ্গালুরুর মাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছিলেন শ্রেয়স আয়ারেরা। ঘরের মাঠে সেই বেঙ্গালুরুর বিরুদ্ধেই প্রত্যাশা মতো ব্যাটিং করতে পারলেন না পঞ্জাব কিংসের ব্যাটারেরা। প্রথম ৬ ওভারে ৬০ রান তুলে ফেলা পঞ্জাব পরের ১৪ ওভারে করল ৯৭ রান। মুল্লারপুরের ২২ গজে পঞ্জাব তুলল ৬ উইকেটে ১৫৭।

Advertisement

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার। ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শুরুটা খারাপ করেননি পঞ্জাবের দুই ওপেনার। ৪.২ ওভারে প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিংহের জুটি তোলে ৪২ রান। প্রিয়াংশ এই ম্যাচেও প্রত্যাশা পূরণ করতে পারলেন না। ১৫ বলে ২২ রান করলেন তিনি। প্রভসিমরনের ব্যাট থেকে এল ১৭ বলে ৩৩ রান। ব্যর্থ অধিনায়ক শ্রেয়সও (৬)। পঞ্জাবের উপর চাপ বৃদ্ধি করে পাঁচ নম্বরে নামা নেহাল ওয়াধেরা (৫) দ্রুত আউট হয়ে যাওয়ায়।

৭৬ রানে ৪ উইকেট হারানো পঞ্জাবের ইনিংসের হাল ধরেন জস ইংলিস এবং শশাঙ্ক সিংহ। ইংলিস খেললেন ১৭ বলে ২৯ রানের ইনিংস। শশাঙ্ক অপরাজিত থাকলেন ৩৩ বলে ৩১ রান করে। তিনি ২০ ওভারের ক্রিকেটের চাহিদা মতো আগ্রাসী হতে পারলেন না ব্যাট হাতে। ফলে পঞ্জাবের রান তোলার গতি অনেকটাই কমে যায়। শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা করেন মার্কো জানসেন। ২০ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার।

বেঙ্গালুরুর সফলতম বোলার ক্রুণাল পাণ্ড্য ২৫ রানে ২ উইকেট নিলেন। তবে আসল ধাক্কা দিলেন সূযশ শর্মা। ইনিংসের ১৪তম ওভারে বল করতে এসে পর পর আউট করেন ওয়াধেরা এবং ইংলিশকে। তার পরই গুটিয়ে যান পঞ্জাবের ব্যাটারেরা। ২৬ রানে ২ উইকেট নিলেন তিনি। রোমারিও শেফার্ডের ১ উইকেট ১৮ রানে।

Advertisement
আরও পড়ুন