Samit Dravid

আর ছোটদের ক্রিকেটে নয়, দ্রাবিড়-পুত্র সমিত খেলবেন রাহানে-প্রসিদ্ধদের সঙ্গে, কোন প্রতিযোগিতায় দেখা যাবে?

অনূর্ধ্ব-১৯ পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় নজর কেড়েছেন সমিত দ্রাবিড়। রাহুল দ্রাবিড়ের বড় ছেলেকে এ বার খেলতে দেখা যাবে বড়দের প্রতিযোগিতাতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৪
Picture of Samit Dravid

সমিত দ্রাবিড়। ছবি: এক্স।

কর্নাটকের ক্রিকেট মরসুম শুরু হচ্ছে বৃহস্পতিবার। মরসুমের প্রথম প্রতিযোগিতা কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল ট্রফি। এই প্রতিযোগিতায় খেলবেন প্রসিদ্ধ কৃষ্ণ-সহ কর্নাটকের প্রথম সারির প্রায় সব ক্রিকেটার। রাহুল দ্রাবিড়ের পুত্র সমিত দ্রাবিড়কেও দেখা যাবে এই প্রতিযোগিতায়।

Advertisement

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নজর কেড়েছেন দ্রাবিড়ের বড় পুত্র। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও অভিষেক হয়নি ১৯ বছরের অলরাউন্ডারের। বড়দের ক্রিকেটে এত দিন দেখাও যায়নি সমিতকে। এ বার কর্নাটকের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে নামবেন ২২ গজের লড়াইয়ে।

কর্নাটক রাজ্য মরসুমের প্রথম প্রতিযোগিতায় এ বার অন্যতম প্রধান আকর্ষণ প্রসিদ্ধ। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টে ১৪টি উইকেট নিয়েছেন জোরে বোলার। ওভালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতের রুদ্ধশ্বাস জয়ের অন্যতম কারিগর ছিলেন ২৯ বছরের প্রসিদ্ধ। খেলবেন অজিঙ্ক রাহানেও। ঘরোয়া মরসুম শুরুর আগে মুম্বইয়ের অভিজ্ঞ ব্যাটার ম্যাচ অনুশীলন সেরে নেবেন। প্রতিযোগিতাটি আমন্ত্রণমূলক হওয়ায় তাঁর খেলতে কোনও অসুবিধা নেই। খেলবেন গত মরসুমে রঞ্জি ট্রফিতে কর্নাটকের সর্বোচ্চ রান সংগ্রহকারী আর স্মরণ, শ্রেয়স গোপালের মতো ক্রিকেটারেরা।

তাঁদের সঙ্গে খেলবেন সমিতও। তিনি মাঠে নামবেন কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন সেক্রেটারি একাদশের হয়ে। তাঁকে নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। এই দলের অধিনায়ক নিকিন জোস। মোট চারটি দল তৈরি করা হয়েছে। বেঙ্গালুরুর বিভিন্ন মাঠে হবে প্রতিযোগিতার ম্যাচগুলি।

Advertisement
আরও পড়ুন