India vs England 2025

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের শেষ দিনে বৃষ্টি, কখন কতটা সম্ভাবনা? ৭ উইকেট নেওয়ার সময় পাবে ভারত?

এজবাস্টনে রবিবার বৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস ছিলই। বিষয়টি অজানা ছিল না ভারতীয় দলেরও। তবু শনিবার দেরিতে ইনিংস ডিক্লেয়ার করা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৩:১৪
picture of cricket

ঢাকা রয়েছে এজবাস্টনের পিচ। ছবি: এক্স (টুইটার)।

বৃষ্টির সম্ভাবনা রবিবারের এজবাস্টনে। বিঘ্নিত হতে পারে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা। শুভমন গিলদের জয়ের পথে কতটা বাধা হবে আবহাওয়া? ইংল্যান্ডের আবহাওয়া দফতরের পূর্বাভাস স্বস্তিতে থাকতে দিচ্ছে না ভারতীয় শিবিরকে। সতর্কতা হিসাবে শনিবার রাত থেকেই ঢেকে রাখা হয়েছে পিচ।

Advertisement

রবিবার এজবাস্টনে বৃষ্টির সম্ভাবনা আগে থেকেই ছিল। আবহাওয়ার পূর্বাভাস জেনেও ভারতীয় দল ডিক্লেয়ার করতে কেন দেরি করল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। ভারতীয় দলের বোলিং কোচ জানিয়েছেন, তাঁরা নিরাপদ জায়গায় থাকতে চেয়েছিলেন। আর আবহাওয়ার গতিবিধি তাঁরা নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই এটা নিয়ে বিশেষ ভাবছেন না। মর্কেলেরা না ভাবলেও বৃষ্টি কিন্তু জল ঢালতে পারে ভারতের জয়ের আশায়। তেমন হলে সিরিজ়ে সমতা ফিরিয়ে লর্ডসে তৃতীয় টেস্ট খেলতে নামা হবে না শুভমনদের।

ইংল্যান্ডের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এজবাস্টনে। দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। সকাল থেকে প্রতি ঘণ্টার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহবিদেরা জানিয়েছেন, সকাল ৬টা বৃষ্টির সম্ভাবনা ৪৮ শতাংশ। সকাল ৭টায় বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। সকাল ৮টায় বৃষ্টির সম্ভাবনা ৮৯ শতাংশ। অর্থাৎ, পরিস্থিতি ক্রমশ খারাপ হতে পারে। সকাল ৯টায় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। এর পর খেলা শুরুর সময়, সকাল ১০টায় বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। সকাল ১১টায় বৃষ্টির সম্ভাবনা ৪৬ শতাংশ। দুপুর ১২টার সময়ও একই রকম পরিস্থিতি থাকতে পারে। দুপুর ১টার সময় বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। দুপুর ২টোয় ২০ শতাংশ বৃষ্টি হতে পারে। অর্থাৎ চা পানের বিরতির আগে খেলা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভারত কি ইংল্যান্ডকে অল আউট করার সুযোগ বা সময় আদৌ পাবে?

আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, দুপুর আড়াইটের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে। দুপুর ৩টের সময় বৃষ্টির সম্ভাবনা ১৩ শতাংশ। বিকাল ৪টে থেকে আর বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। তবে রাত পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস ভারতীয় শিবিরকে যেমন চিন্তায় রেখেছে, তেমনই স্বস্তি দিচ্ছে বেন স্টোকসদের। আকাশের দিকে তাকিয়ে দু’শিবিরই। সময়ের অভাবে জয় হাতছাড়া হলে, ভারতের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই।

Advertisement
আরও পড়ুন