IPL 2025

শনিবার অনিশ্চিত কোহলি বনাম ধোনি লড়াই, খেলা না হলে বিপদে পড়বেন বিরাটেরা

চেন্নাই আইপিএল থেকে ছিটকে গেলেও বেঙ্গালুরুর কাছে এই ম্যাচ গুরুত্বপূর্ণ। কারণ তারা প্লে-অফের দৌড়ে আছে। ১০ ম্যাচে ১৪ পয়েন্টে রয়েছে আরসিবি। শনিবার জিতলে শীর্ষে চলে যাবে তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১৩:২৯
picture of virat kohli and MS Dhoni

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং মহেন্দ্র সিংহ ধোনি (ডান দিকে)। —ফাইল চিত্র।

শনিবার আইপিএলে বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিংহ ধোনি লড়াই। কিন্তু এই লড়াই অনিশ্চিত। কারণ, বেঙ্গালুরুর আবহাওয়া। বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

গত দু’দিন ধরেই বেঙ্গালুরুতে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার যা পূর্বাভাস শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেলের পর থেকে ঝড়-বৃষ্টি হতে পারে। শুক্রবারও বৃষ্টি হয়েছে। দুই দলের অনুশীলনেই ব্যাঘাত ঘটে। বিকেল ৩টেয় চেন্নাই সুপার কিংসের অনুশীলন ছিল। কিন্তু ৪৫ মিনিটের বেশি অনুশীলন করতে পারেননি ধোনিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অনুশীলন ছিল বিকেল ৫টায়। কিন্তু কোহলিরাও ৪৫ মিনিটের বেশি অনুশীলন করতে পারেনি।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চেন্নাই আইপিএল থেকে ছিটকে গেলেও বেঙ্গালুরুর কাছে এই ম্যাচ গুরুত্বপূর্ণ। কারণ তারা প্লে-অফের দৌড়ে আছে। ১০ ম্যাচে ১৪ পয়েন্টে রয়েছে আরসিবি। শনিবার জিতলে শীর্ষে চলে যাবে তারা। যেহেতু চেন্নাই একেবারেই ফর্মে নেই এবং ১০টি ম্যাচ খেলে মাত্র দু’টি জিতেছে, তাই কোহলিরা চাইবেন এই ম্যাচ থেকে ২ পয়েন্ট তুলে নিতে। তা ছাড়া শনিবার জিতলে প্লে-অফ প্রায় নিশ্চিত হয়ে যাবে বেঙ্গালুরুর।

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত একটিই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সেই ম্যাচ ছিল কলকাতার ইডেনে। কেকেআর এবং পঞ্জাব কিংস দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছিল।

Advertisement
আরও পড়ুন