ICC Women ODI World CUP 2025

রবিবার সকাল থেকে মেঘ কলম্বোর আকাশে, ভারত-পাক বিশ্বকাপের লড়াইয়ে জল ঢালবে বৃষ্টি?

মহিলাদের এক দিনের বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ঘিরে উৎসাহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে রবিবার কলম্বোর এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১০:৪৮
picture of cricket

রবিবারও কলম্বোর আকাশ মেঘলা। ছবি: আইসিসি।

বৃষ্টির জন্য শনিবার বাতিল হয়ে গিয়েছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচ। রবিবার মহিলাদের এক দিনের বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচেও প্রভাব ফেলতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবারও কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় সারাদিনই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন।

Advertisement

এশিয়া কাপে ভারত-পাক উত্তেজনার পর মহিলাদের বিশ্বকাপে হরমনপ্রীত কৌর-ফতিমা সানাদের ম্যাচ ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। ক্রিকেটপ্রেমীদের এই উত্তেজনায় জল ঢালতে পারে বৃষ্টি। ভারত-পাক ক্রিকেট সম্পর্কের অবনতি হয়েছে এশিয়া কাপের সময়ই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হরমনপ্রীতদেরও পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর পরামর্শ দিয়েছে। তবে দু’দলের ম্যাচ হওয়া নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

টস হওয়ার কথা ভারতীয় সময় দুপুর ২.৩০ মিনিটে। খেলা শুরু হওয়ার কথা দুপুর ৩টেয়। পূর্বাভাস অনুযায়ী এই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলম্বোয়। আবহবিদেরা জানিয়েছেন, রবিবার টসের সময় কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৩৩ শতাংশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ১১ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইতে পারে হাওয়া। বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তার পরও স্বস্তির খবর দিতে পারেননি আবহবিদেরা। বিকাল ৫টা থেকে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। সন্ধে সাড়ে ৬টার পর অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ২০ থেকে ২৪ শতাংশ বলে জানানো হয়েছে। সব মিলিয়ে রবিবারের ভারত-পাক ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। উল্লেখ্য, রাত ৮টার মধ্যে খেলা শুরু করা সম্ভব না হলে বাতিল হয়ে যাবে ম্যাচ।

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারতের মহিলা দল। অন্য দিকে, প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। এক দিনের ক্রিকেটে মুখোমুখি লড়াইয়েও ১১-০ ব্যবধানে এগিয়ে হরমনপ্রীতেরা।

Advertisement
আরও পড়ুন