Sanju Samson Trade in IPL

সঞ্জুকে ছাড়তে নতুন বায়না রাজস্থানের! শুধু জাডেজায় হবে না, ধোনিদের কাছ থেকে আরও এক ক্রিকেটার চাইল আইপিএলের দল

আইপিএলের নিলামের আগে চেন্নাই সুপার কিংসের সঙ্গে ক্রিকেটার অদল-বদল করতে চাইছে রাজস্থান রয়্যালস। সেই আলোচনার মাঝেই এ বার নতুন বায়না করেছে তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৪:২১
cricket

সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

১৫ নভেম্বর, শুক্রবার আইপিএলের ১০ দলকে জানিয়ে দিতে হবে তারা কাদের ধরে রেখেছে ও কাদের ছেড়ে দিয়েছে। আগামী মাসে হবে ছোট নিলাম। তার আগে চেন্নাই সুপার কিংসের সঙ্গে ক্রিকেটার অদল-বদল করতে চাইছে রাজস্থান রয়্যালস। সেই আলোচনার মাঝেই এ বার নতুন বায়না করেছে তারা।

Advertisement

দলের অধিনায়ক সঞ্জু স্যামসনকেই ছেড়ে দিতে চাইছে রাজস্থান। জানা গিয়েছে, সঞ্জুকে নিতে চাইছে চেন্নাই। দু’দলের মধ্যে কথা অনেকটা এগিয়ে গিয়েছে। সঞ্জুর বদলে চেন্নাইয়ের কাছ থেকে রবীন্দ্র জাডেজা ও স্যাম কারেনকে চেয়েছে রাজস্থান। তাতে রাজি চেন্নাই। তবে জাডেজার সম্মতির পরেই তাঁকে ছাড়া হবে বলে জানিয়েছে চেন্নাই।

এই জল্পনার মাঝেই রাজস্থানের নতুন বায়নার কথা শোনা গিয়েছে। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, কারেনের বদলে অন্য এক বিদেশিকে ছাড়ার দাবি করেছে রাজস্থান। তাদের নতুন দাবি, জাডেজার সঙ্গে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ছাড়তে হবে। যা খবর, তাতে রাজস্থানের এই দাবি মানবে না চেন্নাই। জাডেজা ও কারেনকে ছাড়তে রাজি হলেও পাথিরানাকে কোনও ভাবেই ছাড়তে রাজি নন মহেন্দ্র সিংহ ধোনিরা। এই বিষয়ে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে আলোচনা করেছেন ধোনি। অন্য কোনও বিকল্প বার করা যায় কি না ভেবে দেখছেন তাঁরা।

জাডেজা তাঁর আইপিএল কেরিয়ারে সবচেয়ে বেশি দিন খেলেছেন চেন্নাইয়ে। তবে তাঁর শুরুটা হয়েছিল রাজস্থানে। প্রথম বছর রাজস্থানের হয়েই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। অন্য দিকে রাজস্থানের হয়ে ১১ বছর খেলেছেন সঞ্জু। অধিনায়কত্বও করেছেন। তবে গত মরসুমের পরেই সঞ্জু জানিয়েছিলেন, এ বার দল বদলাতে চাইছেন তিনি। তার পর থেকেই তাঁকে নিয়ে জল্পনা চলছে। সেই আবহেই এ বার শোনা গেল রাজস্থানের নতুন বায়নার কথা।

Advertisement
আরও পড়ুন