IPL 2025

ছ’ম্যাচে করেছেন ১৬৫ রান, তাতেই ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন রাজস্থানের ক্রিকেটার

আইপিএলের প্রথম তিন ম্যাচে রাজস্থানের রয়্যালসের অধিনায়ক ছিলেন। তবে বিশেষ সুবিধা করতে পারেননি। ব্যাট হাতে ছয় ম্যাচে মাত্র ১৬৫ রান করেছেন। একটিও অর্ধশতরান নেই। তাতেই ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছেন রিয়ান পরাগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৮:২৬
cricket

ভারতীয় দলের জার্সি গায়ে রিয়ান। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলের প্রথম তিন ম্যাচে রাজস্থানের রয়্যালসের অধিনায়ক ছিলেন। তবে বিশেষ সুবিধা করতে পারেননি। ব্যাট হাতে ছয় ম্যাচে মাত্র ১৬৫ রান করেছেন। একটিও অর্ধশতরান নেই। তাতেই ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছেন রিয়ান পরাগ।

Advertisement

গত বারের আইপিএলে ১৬টি ম্যাচে ৫৭৩ রান করেছিলেন রিয়ান। সেটাই প্রথম বার রাজস্থানের হয়ে এক মরসুমে ২০০-র বেশি রান। এ বারও ২০০ পেরিয়ে যেতে পারেন। ২০১৯ সালে কেনার পর থেকে রাজস্থান যে ভাবে তাঁর উপর ভরসা রেখে তার প্রশংসা করেছে জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন রিয়ান।

বেঙ্গালুরু ম্যাচের আগে রিয়ান বলেছেন, “ভারতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা সত্যিই বিশেষ। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখেছি। আমার মুখের হাসি দেখেই আশা করি সেটা বুঝতে পারছেন। এই মরসুমে আরও ভাল খেলতে চাই। আশা করি দ্রুত আমাকে জাতীয় দলের জার্সিতে দেখতে পাবেন।”

রিয়ানের সংযোজন, “গত বছর সব কিছু ঠিকঠাক হয়েছিল। এ বারও সেটাই করার চেষ্টা করছি। শুরুটা ভাল হচ্ছে। সেটাকেই বড় রানে পরিণত করার চেষ্টা করছি।”

গত জুলাইয়ে অভিষেকের পর থেকে ভারতের হয়ে ন’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিয়ান। একটি এক দিনের ম্যাচও খেলেছেন। কোচ গৌতম গম্ভীর রিয়ানের অলরাউন্ড দক্ষতার প্রশংসাও করেছেন। তবে এ বারের আইপিএলে রিয়ানকে বল করতে দেখা যাচ্ছে না। ব্যাট হাতে খুব বড় রান নেই। এই পরিস্থিতিতে জাতীয় দলে ফেরা সহজ হবে কি না, সেই উত্তর দিতে পারছেন না কেউই।

তবে রিয়ানের মতে, নিজের পছন্দের জায়গা চার নম্বরে ফেরায় সুবিধা হয়েছে। আগামী কয়েকটি ম্যাচে বড় রান করতে চান। বলেছেন, “পরের কয়েকটা ম্যাচে চারেই খেলতে পারি। এটাই আমার পছন্দের জায়গা। দলের হয়ে আরও অবদান রাখতে চাই।”

Advertisement
আরও পড়ুন