আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
মুকেশ অম্বানীর মুম্বই ইন্ডিয়ান্স বা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স নয়, আইপিএলের সবচেয়ে ধনী দল হতে চলেছে রাজস্থান রয়্যালস। তারাই প্রথম দল যারা ‘বিলিয়ন-ডলার’ দলের তকমা পেতে চলেছে। অর্থাৎ, এই দলের বাজারদর হবে ৯২১৫ কোটি টাকা।
২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। শেন ওয়ার্নের নেতৃত্বে দলের সেই সাফল্যের পর থেকে গত ১৮ বছর ট্রফি নেই। মাঝে এক বার ফাইনাল খেললেও ট্রফি জেতা হয়নি। তার পরেও তাদের বাজারদরে প্রভাব পড়েনি। এই দল কিনতে বেশ কয়েকটি সংস্থা আগ্রহ দেখিয়েছে। ফলে দলের বাজারদর এতটা বেড়ে গিয়েছে।
রাজস্থানের অন্যতম মালিক এমার্জিং মিডিয়া ভেঞ্চার্স। সঙ্গে রেডবার্ড ক্যাপিটাল পার্টনার ও টাইগার গ্লোবাল সংস্থাও রয়েছে। গত কয়েক মাসে টাইমস ইন্টারনেট, ব্ল্যাকস্টোন কর্পোরেশন ও কার্লাইল গ্রুপ রাজস্থানের মালিকানা কিনতে হয়েছে। আগ্রহ দেখিয়েছেন আমেরিকার বিনিয়োগকারী কাল সোমানিও। তাঁদের মধ্যে যে সংস্থাই রাজস্থানের নতুন মালিক হোক না কেন, সেই দলের বাজারদর ৯২১৫ কোটি টাকা হতে চলেছে।
রাজস্থানের মালিকানা বিক্রির বিষয়টি দেখেছে রেইনে গ্রুপ। ইংল্যান্ডের দুই ফুটবল ক্লাব চেলসি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অংশ বিক্রির বিষয়টিও তারাই দেখেছিল। আইপিএলের আগামী মরসুমের আগে অবশ্য হাতবদল হবে কি না, তা নিশ্চিত নয়। কারণ, নতুন মরসুমের দল গড়েছে এমার্জিং মিডিয়া ভেঞ্চার্স। ফলে এই মরসুমে হয়ে যাওয়ার পর হাতবদল হতে পারে দলের।
রাজস্থানের পরেই হাতবদলের তালিকায় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বারের চ্যাম্পিয়ন দলের মালিকানা বদল হতে পারে। বর্তমান মালিক ডিয়াজিও ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছে। তবে বেঙ্গালুরুর মালিকানা বদল হলে তার বাজারদর রাজস্থানের থেকেও বেড়ে যাবে। সে ক্ষেত্রে সবচেয়ে ধনী দলের তকমা পেতে পারে বেঙ্গালুরু।