বিতর্কের কেন্দ্রে বাবর আজ়ম। —ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই বিতর্কের কেন্দ্রে বাবর আজ়ম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নেওয়া একটি ডিআরএসকে কেন্দ্র করে ধারাভাষ্যকার রামিজ় রাজ়ার একটি মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে।
কী ঘটেছিল? পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন বাবর। পরের ওভারেই বল করতে আসেন বাঁ-হাতি স্পিনার সেনুরান মুথুস্বামী। প্রথম বলেই পরাস্ত হন বাবর। বল পিচে পড়ে অনেকটা ঘুরে জমা হয় উইকেটরক্ষকের গ্লাভসে। দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা সকলে আউটের আবেদন করেন। আম্পায়ার আউটও দিয়ে দেন। কিন্তু বাবর ডিআরএসের সিদ্ধান্ত নেন।
আসল ঘটনাটি ঘটে এর পরেই। ধারাভাষ্য দিতে গিয়ে রামিজ় বলে ওঠেন, “বাবর আউট হবে। তার পরে নাটক করবে।” রিভিউয়ে দেখা যায়, বল বাবরের ব্যাটে লাগেনি। ফলে তৃতীয় আম্পায়ার তাঁকে নট-আউট ঘোষণা করেন। কিন্তু রামিজ়ের এই মন্তব্য মুহূর্তে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তরা লিখতে থাকেন, “বাবরের নিজের দেশেই সম্মান নেই।” তবে জীবন পেলেও বাবর মাত্র ২৩ রান করে তিনি ফেরেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে পাকিস্তানের স্কোর ৩১৩-৫। দ্বিতীয় উইকেটের জুটিতে ইমাম-উল-হক ও শান মাসুদ ১৬১ রানের জুটি গড়েন। ইমাম সাতটি চার ও একটি ছক্কার সাহায্যে করেন ৯৩ রান। পাক অধিনায়কের ব্যাটে আসে ৭৬ রান। দু’জনে ক্রিজ়ে থিতু হয়েও উইকেট ছুড়ে দিয়ে আসেন। বাবরের পরে ব্যর্থ হলেন সাউদ শাকিলও (০)। ক্রিজ়ে রয়েছেন মহম্মদ রিজ়ওয়ান (অপরাজিত ৬২) ও সলমন আঘা (অপরাজিত ৫২)।