—প্রতীকী ছবি।
২০২৬ সূর্যের বছর। সূর্য ও মঙ্গল উভয়েই অগ্নিকারক গ্রহ। তাই দুই বছরের মধ্যে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন অমিল থাকবে, তেমনই মিলও থাকবে। তবে ভাগ্যের ক্ষেত্রে পরিবর্তন আসবেই। যে কোনও বছর কারও কেমন কাটতে পারে সেটা বিশ্লেষণ করার ক্ষেত্রে সবার প্রথমে অর্থভাগ্যের ব্যাপারে জানতে চাওয়ার আগ্রহই সবচেয়ে বেশি দেখা যায়। টাকা এমন একটা জিনিস যার প্রয়োজন সকলের জীবনেই রয়েছে। তাই বছরের শুরুতেই হাতে টাকা থাকবে কি না সেটা জেনে নেওয়া গেলে ভালই হয়। অতিরিক্ত খরচের আশঙ্কা থাকলে সেই অনুযায়ী প্রস্তুতিও নেওয়া যায়।
মেষ: নতুন বছরে মেষ রাশির ব্যক্তিদের আয়ক্ষেত্রে অবস্থান রাহুর। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতির দৃষ্টিসম্পর্কের কারণে আয়ের ক্ষেত্রে শুভ ফল পেলেও, পরবর্তী সময় আয়ের ক্ষেত্রে সামান্য সমস্যা, বাধাবিপত্তি সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে।
বৃষ: আয়ের ক্ষেত্রে বৃষ রাশির জাতক-জাতিকাদের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ছোটখাটো সমস্যা, বাধাবিপত্তির সম্মুখীন হতে হবে। জুন মাসে আয়ের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে এবং বছরের পরবর্তী সময় শুভ ফল প্রাপ্তি হবে।
মিথুন: নতুন বছরে মিথুনের আয়ের ক্ষেত্রে এপ্রিল এবং মে মাসে কিছু সমস্যা বাধাবিপত্তি থাকলেও, অন্যান্য সময় শুভ ফল প্রাপ্তি হবে।
কর্কট: কর্কটের আয়ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক হলেও, বৃহস্পতির বক্রগতির কারণে বছরের প্রথম আড়াই মাস, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের অর্ধেক সময় আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে। পরবর্তী সময় মিশ্র ফল প্রাপ্তি হবে।
সিংহ: সিংহের আয়ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে ২০২৬-এর মে মাস পর্যন্ত। বৃহস্পতির অবস্থানের কারণে আগামী মে মাস পর্যন্ত সিংহ রাশির ব্যক্তিরা আয়ের ক্ষেত্রে খুবই শুভ ফল পাবেন। পরবর্তী সময় মিশ্র।
কন্যা: নতুন বছরের প্রথম পাঁচ মাস, অর্থাৎ জানুয়ারি থেকে মে পর্যন্ত কন্যার জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে সমস্যা। বাধাবিপত্তির সম্মুখীনও হতে পারেন। জুন মাস থেকে বছরের পরবর্তী সময় খুবই শুভ।
তুলা: তুলার ব্যক্তিদের আয়ক্ষেত্রে অবস্থান কেতুর। বছরের শেষ মাসে কেতুর রাশি পরিবর্তনের আগে পর্যন্ত আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।
বৃশ্চিক: নতুন বছরে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রের সঙ্গে দৃষ্টিসম্পর্ক শনির। আয় বা প্রাপ্তির ক্ষেত্রে খুব উচ্চাকাঙ্ক্ষা না রাখাই ভাল হবে।
ধনু: আয়ের ক্ষেত্রে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ধনুর ব্যক্তিরা শুভ ফল পেলেও, বছরের পরবর্তী সময় মিশ্র কাটবে।
মকর: মকর জাতক-জাতিকারা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের আগে পর্যন্ত মিশ্র ফল পাবেন। পরবর্তী সময়, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আয় এবং প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল পেতে শুরু করবেন।
কুম্ভ: জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের আগে পর্যন্ত কুম্ভ জাতক-জাতিকারা আয়ের ক্ষেত্রে শুভ ফল পেলেও, বছরের পরবর্তী সময় মিশ্র ফল পাবেন।
মীন: মীন জাতক-জাতিকাদের আয়ক্ষেত্র অধিপতির ২০২৬-এ অবস্থান পরিবর্তন হবে না। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের আগে পর্যন্ত মিশ্র ফল পেলেও, বৃহস্পতির রাশি পরিবর্তনের পরে, জুন মাস থেকে নভেম্বর পর্যন্ত আয় এবং প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল পাবেন।
জন্মকালীন গ্রহের অবস্থান, মহাদশা এবং অন্তঃদশা অনুযায়ী উল্লিখিত ফলের পরিবর্তন হতে পারে।