Virat Kohli

আইপিএলের সেরা লড়াই কোন ম্যাচে, বেছে নিলেন বিরাট কোহলি

আইপিএলের শুরু থেকে বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। প্রতিটি দলের বিরুদ্ধেই খেলেছেন তিনি। তাতেই কোহলির মনে হয়েছে, একটি ম্যাচের থেকে উত্তেজক দ্বৈরথ এই প্রতিযোগিতায় আর নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৭:২৩
cricket

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

আইপিএলের শুরু থেকে বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। প্রতিটি দলের বিরুদ্ধেই খেলেছেন তিনি। চোখের সামনে দেখেওছেন বেশ কিছু ম্যাচ। তাতেই কোহলির মনে হয়েছে, চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচের থেকে উত্তেজক দ্বৈরথ এই প্রতিযোগিতায় আর নেই।

Advertisement

সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে কোহলি বলেছেন, “ঐতিহাসিক ভাবে, বেঙ্গালুরুতে সিএসকে-র বিরুদ্ধে ম্যাচটাকেই আমার সবচেয়ে উত্তেজক দ্বৈরথ মনে হয়েছে। চেন্নাইয়ে ওদের সমর্থকেরাই থাকে। বেঙ্গালুরুতে সিএসকে-র বিরুদ্ধে খেলতে নামলে চেন্নাইয়ের অনেক সমর্থক খেলা দেখতে চলে আসে। বেশ উত্তেজনাও তৈরি হয়। বেঙ্গালুরুতে খেলা থাকলে ওরা দেখতে চলে আসে। হঠাৎ দেখি গোটা মাঠ হলুদ হয়ে গিয়েছে।”

কোহলি আরও বলেছেন, “আমাদের সমর্থকেরা খুব বেশি অন্য শহরে যাতায়াত করেন না। কিন্তু সিএসকে সমর্থকেরা প্রচুর ঘোরে। আমরা সবাই সেটা জানি। অনেক আগে থেকে টিকিট কিনে রাখে। চিন্নাস্বামী স্টেডিয়ামের একটা নির্দিষ্ট জায়গা ওরা দখল করে নেয়। তাতে ম্যাচটা আরও হাড্ডাহাড্ডি হয়ে ওঠে। আমার মতে, সিএসকে-আরসিবি ম্যাচে সবচেয়ে উত্তেজক পরিবেশ তৈরি হয়।”

এ বারের আইপিএলে চেন্নাইয়ের মাঠে গিয়ে খেলে ফেলেছে আরসিবি। ৫০ রানে ম্যাচটি জিতেছে তারা। ২০০৮ সালের পর প্রথম বার চেন্নাইয়ে গিয়ে জিতেছে। দ্বিতীয় পর্বের খেলা ৩ মে। সেটি হবে বেঙ্গালুরুর মাঠে।

Advertisement
আরও পড়ুন