IPL 2025

আইপিএলের প্লে-অফের আগে উদ্বেগ বেঙ্গালুরু শিবিরে, দেশে ফিরতে পারেন ফর্মে থাকা সল্ট

এ বার আরসিবির ভাল পারফরম্যান্সের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ফিল সল্ট-বিরাট কোহলির ওপেনিং জুটির। তবে শেষ দু’টি ম্যাচে অসুস্থতার জন্য খেলতে পারেননি সল্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ২২:৫০
Picture of Phil Salt

ফিল সল্ট। ছবি: বিসিসিআই।

আইপিএলের প্লে-অফের আগে উদ্বেগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দেশে ফিরে যেতে পারেন ফিল সল্ট। অসুস্থতার জন্য চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ দু’টি ম্যাচেও সল্টকে পাননি বিরাট কোহলিরা। গুরুত্বপূর্ণ প্লে-অফেও তাঁর খেলার সম্ভাবনা কম।

Advertisement

আইপিএলে ফর্মে রয়েছেন সল্ট। কোহলির সঙ্গে জুটি বেধে দলের ইনিংস শুরু করে প্রায় সব ম্যাচেই সফল হয়েছেন। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও সাবলীল ব্যাটিং করেছেন। ৩২ বলে ৪টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ৬২ রানের ইনিংস খেলেছেন লখনউয়ের ২২ গজে। অথচ আইপিএলের প্লে-অফ পর্বেই সম্ভবত তাঁকে পাবে না খেতাবের দৌড়ে থাকা বেঙ্গালুরু। আরসিবি শিবির সূত্রে খবর, সল্টের স্ত্রী সন্তানসম্ভবা। মে মাসের শেষ বা জুন মাসের শুরুতেই বাবা হতে পারেন সল্ট। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান ইংরেজ ক্রিকেটার। তাই দেশে ফিরে যেতে পারেন তিনি। আরসিবি কর্তৃপক্ষ সরকারি ভাবে অবশ্য এ ব্যাপারে কিছু জানাননি।

শনিবারের আগে পর্যন্ত এ বারের আইপিএলে ১০টি ম্যাচ খেলে সল্ট করেছেন ২৩৯ রান। গড় ২৬.৫৬। সর্বোচ্চ ৬৫। দু’টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। এ বার আরসিবির ভাল পারফরম্যান্সের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সল্ট-কোহলির ওপেনিং জুটির। প্লে-অফে সেই জুটি ভেঙে গেলে সমস্যায় পড়তে পারে বেঙ্গালুরু।

Advertisement
আরও পড়ুন