India Vs West Indies

পাল্টা লড়াই ওয়েস্ট ইন্ডিজ়ের, শুভমনদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ক্যাম্পবেল-হোপ জুটি, ইনিংস হার বাঁচাতে চাই আরও ৯৮ রান

দ্বিতীয় ইনিংসের মতো লড়াই প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারেরা করতে পারলে জমে যেতে পারত দিল্লি টেস্ট। কিন্তু দিনের শুরুতে কুলদীপ যাদবের সামনে সুবিধা করতে পারেননি তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৬:৫৮
picture of cricket

(বাঁ দিকে) শুভমন গিলদের বার বার হতাশ হতে হল রবিবার। ছবি: বিসিসিআই।

প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে পড়ার পরও দিল্লি টেস্টে লড়াই চালাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ়। জন ক্যাম্পবেল এবং সাই হোপ ভারতীয় বোলারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তৃতীয় উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে তাঁরা তুলেছেন ১৩৮ রান। তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় ইনিংসের রান ২ উইকেটে ১৭৩। তবু ইনিংসে হার রোস্টন চেজের দলকে আরও ৯৮ রান করতে হবে।

Advertisement

ভারতের ৫ উইকেটে ৫১৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংস শেষ হয় ২৪৮ রানে। শুভমন গিলেরা আর ব্যাট করতে নামেননি। ওয়েস্ট ইন্ডিজ়কে ফলো অন করানোর সিদ্ধান্ত নেন তাঁরা। দ্বিতীয় ইনিংসের শুরুটা খারাপ করেননি ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ওপেনার। তেজনারাইন চন্দ্রপল এবং জন ক্যাম্পবেল ধরে খেলার চেষ্টা করছিলেন। কিন্ত মহম্মদ সিরাজের একটি খাটো লেংথের বলে পুল করতে গিয়ে শুভমনের হাতে ধরা পড়ে যান তেজনারাইন (১০)। দুর্দান্ত ক্যাচে প্রতিপক্ষ দলের ওপেনিং জুটি ভেঙে দেন ভারতীয় দলের অধিনায়ক। কিছু ক্ষণের মধ্যেই ওয়াশিংটন সুন্দরের বলে অ্যালিক অ্যাথানাজ (৭) বোল্ড হয়ে যান। তখন ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় ইনিংসের রান ২ উইকেটে ৩৫। ইনিংসে হার বাঁচাতে দরকার ২৩৬ রান। অ্যাথানাজ আউট হওয়ার পর চা পানের বিরতি ঘোষণা করে দেন আম্পায়ারেরা। তখন মনে হচ্ছিল, দ্বিতীয় টেস্টে ভারতের জয় সময়ের অপেক্ষা।

বিরতির পর ২২ গজে এসে পাল্টা লড়াই শুরু করেন ক্যাম্পবেল এবং হোপ। তৃতীয় উইকেটের জুটিতে পাল্টা লড়াই শুরু করেন তাঁরা। চলতি সিরিজ়ে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে প্রথম অর্ধশতরানের ইনিংস এল ক্যাম্পবেলের ব্যাট থেকে। অর্ধশতরান করলেন হোপও। তাঁদের জুটিকে দেখে অনেক দিন পর মনে হল, টেস্ট খেলতে এখনও ভুলে যাননি ক্যারিবিয়ানেরা। ভারতের পিচে ব্যাট করা যে কঠিন নয়, তা প্রমাণ করে দিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ব্যাটার। রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহদের বল অনায়াসে সামলে দিলেন তাঁরা। দিনের শেষ ক্যাম্পবেল ৮৭ রানে এবং হোপ ৬৬ রানে অপরাজিত থাকলেন। ১০ রানে ১ উইকেট সিরাজের। ৪৪ রানে ১ উইকেট ওয়াশিংটনের।

দ্বিতীয় ইনিংসের মতো লড়াই প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারেরা করতে পারলে জমে যেতে পারত দিল্লি টেস্ট। কিন্তু দিনের শুরুতে কুলদীপের সামনে সুবিধা করতে পারেননি তাঁরা। শনিবার জাডেজা ২২ গজের যে প্রান্ত থেকে বল করে ৩ উইকেট নিয়েছিলেন, রবিবার প্রথম ওভারেই কুলদীপকে সে দিক থেকে আক্রমণে আনেন শুভমন। ফলও পান হাতেনাতে। কুলদীপের স্পিন সামলাতে পারেননি সফরকারী দলের ব্যাটারেরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারান তাঁরা। প্রথমে হোপ (৩৬) বোল্ড হন কুলদীপের গুগলিতে ঠকে। আগের দিনের আর এক অপরাজিত ব্যাটার ইমলাচও (২১) ঠকে যান কুলদীপের বলে। বাঁহাতি স্পিনার আউট করেন জাস্টিন গ্রেভসকেও (১৭)। টেস্ট ক্রিকেটে ইনিংসে পঞ্চম বার পাঁচ উইকেট পেলেন কুলদীপ। শেষ দিকে খারি পিয়ের (২৩), অ্যান্ডারসন ফিলিপস (অপরাজিত ২৪), জেডেন সিলসেরা (১৩) আগ্রাসী ব্যাটিং করে ব্যবধান কিছুটা কমাতে পারলেও ফলো অন এড়াতে পারেননি। কুলদীপ ৫ উইকেট নেন ৮২ রান খরচ করে। ৪৬ রানে ৩ উইকেট জাডেজার।

Advertisement
আরও পড়ুন