হরমনপ্রীত কৌর। ছবি: পিটিআই।
মহিলাদের প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল গুজরাত জায়ান্টস। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৭ রান করেন অ্যাশলে গার্ডনারেরা। জবাবে হরমনপ্রীত কৌরের দলের ইনিংস শেষ হল ৭ উইকেটে ১৫৬ রানে। ১১ রানে হেরে মহিলাদের প্রিমিয়ার লিগে আরও চাপে পড়ে গেল মুম্বই। এ দিনের জয়ের ফলে গুজরাত ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মুম্বই।
টস জিতে প্রথমে ব্যাট গার্ডনার। ওপেনার বেথ মুনি (৫) দ্রুত আউট হয়ে যান। ইনিংসের হাল ধরেন অন্য ওপেনার সোফি ডিভাইন এবং অনুষ্কা শর্মা। ডিভাইন করেন ২১ বলে ২৫। অনুষ্কার অবদান ৩১ বলে ৩৩। তবে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় চতুর্থ উইকেটে গার্ডনার এবং জর্জিয়া ওয়ারহ্যামের ৭১ রানের জুটি। গার্ডনার করেন ২৮ বলে ৪৬। তাঁর ব্যাট থেকে এসেছে ৭টি চার এবং ১টি ছক্কা। ওয়ারহ্যাম অপরাজিত থাকেন ২৬ বলে ৪৪ রানের ইনিংস খেলে। ৪টি চার এবং ২টি ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত ২ গজে তাঁর সঙ্গে ছিলেন ভারতী ফুলমালি (অপরাজিত ৫)।
মুম্বইয়ের সফলতম বোলার অ্যামেলিয়া কের ২৬ রানে ২ উইকেট নিয়েছেন। ২৯ রানে ১ উইকেট শাবনিম ইসমাইলের। এ ছাড়া ৩৬ রানে ১ উইকেট ন্যাট সিভার ব্রান্টের।
জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হরমনপ্রীতের দল। ওপেনার হেইলি ম্যাথিউস (৬) এবং তিন নম্বরে নামা ব্রান্ট (২) দলকে ভরসা দিতে পারেননি। অন্য ওপেনার সজীবন সাজানাও (২৫ বলে ২৬) বড় রান পাননি। চাপের মুখে পরিস্থিতি সামলানোক চেষ্টা করেন অধিনায়ক হরমনপ্রীত। কিন্তু অন্য সতীর্থদের থেকেও তেমন সাহায্য পেলেন না তিনি। কের (২০), আমনজ্যোৎ কৌর (১৩), সংস্কৃতি গুপ্ত (০), পুনম খেমনারেরা (২) প্রয়োজনীয় সাহায্য করতে পারেননি। মুম্বই অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৪৮ বলে ৮২ রানের ইনিংস খেলে। ৮টি চার এবং চারটি ছক্কা মেরেও দলকে জেতাতে পারলেন না সতীর্থদের ব্যর্থতায়।
গুজরাতের সফলতম বোলার ডিভাইন ২৩ রানে ২ উইকেট নিলেন। ২৬ রানে ২ উইকেট ওয়ারহ্যামের। ২৬ রানে ১ উইকেট গার্ডনারের। ১২ রানে ১ উইকেট নিয়েছেন কেশভি গৌতমের। এ ছাড়া ৪৬ রান দিয়ে ১ উইকেট রাজেশ্বরী গায়কোয়াড়ের।