ICC T20 World Cup 2026

ঝুঁকি নিতে নারাজ শ্রীলঙ্কা প্রশাসন, কলম্বোয় পা দিলেই সূর্যকুমার-সলমনদের মুড়ে ফেলা হবে নিশ্ছিদ্র নিরাপত্তায়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব দলের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করছে শ্রীলঙ্কা প্রশাসন। বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে ভারত-পাক ম্যাচকে। নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে দু’দলের জন্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৭:৫৯
picture of cricket

(বাঁ দিকে) সূর্যকুমার যাদব এবং সলমন আলি আঘা (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামকে সে দিন মুড়ে ফেলা হবে কড়া নিরাপত্তার চাদরে। ভারত-পাকিস্তান ম্যাচ নির্বিঘ্নে শেষ করতে এমনই পরিকল্পনা করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শোনা যাচ্ছে গোটা বিশ্বকাপ বয়কট না করলেও সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে না-ও খেলতে পারেন সলমন আলি আঘারা। সরকারি ভাবে এখনও অবস্থান স্পষ্ট করেননি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তবু ভারত-পাক ম্যাচ নিয়ে কোনও ঝুঁকি নিচে চাইছে না শ্রীলঙ্কা প্রশাসন। প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না তাঁরা। ভারত এবং পাকিস্তান ক্রিকেট দলের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে বলেছেন, ‘‘ভারত-পাক ম্যাচে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই ম্যাচটিকে আমরা আলাদা গুরুত্ব দিচ্ছি। কলম্বোর বিমানবন্দরে নামা থেকে শ্রীলঙ্কা ছাড়া পর্যন্ত দু’দলের জন্যই কড়া নিরাপত্তা থাকবে। সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। পুলিশ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকবে কমান্ডো বাহিনী।’’ অনেকটা বিদেশি রাষ্ট্রপ্রধানদের মতোই নিরাপত্তা দেওয়া হবে সূর্যকুমার, সলমনদের। বাকি দলগুলির জন্যও যথেষ্ট নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন গামাগে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব বান্দুলা দিশানায়েকও প্রায় একই কথা বলেছেন। ভারত-পাক ম্যাচের নিরাপত্তা নিয়ে তাঁর বক্তব্য, ‘‘আমরা কোনও রকম আঞ্চলিক বিরোধে জড়াতে চাই না। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সমস্যার কথা আমরা জানি। আমরা কারও পক্ষ নিতে চাই না। তিনটি দেশই আমাদের বন্ধু। অনুরোধ করা হলে, আমরা যে কোনও দেশের জন্যই প্রতিযোগিতা আয়োজন করতে প্রস্তুত।’’

গ্রুপের ম্যাচ ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে নকআউট পর্বে। পাকিস্তান বিশ্বকাপের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Advertisement
আরও পড়ুন