Roger Binny Steps Down

এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডে রদবদল! সভাপতির পদ ছাড়লেন বিন্নী, নতুন দায়িত্বে কে?

এশিয়া কাপের আগেই রদবদল হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। জানা গিয়েছে, বোর্ড সভাপতির পদ ছেড়েছেন রজার বিন্নী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৬:২০
cricket

রজার বিন্নী। —ফাইল চিত্র।

জাতীয় ক্রীড়া আইন কি মানছে না ভারতীয় ক্রিকেট বোর্ড? জানা গিয়েছে, এশিয়া কাপের আগেই ভারতীয় বোর্ডে রদবদল হচ্ছে। ‘দৈনিক জাগরণ’ এক রিপোর্টে জানিয়েছে, বোর্ড সভাপতির পদ ছেড়েছেন রজার বিন্নী। নতুন বোর্ড সভাপতির নাম ঘোষণা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব সামলাবেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও ঘোষণা করেনি।

Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ২০২২ সালের অক্টোবর মাসে বোর্ড সভাপতি হয়েছিলেন বিন্নী। ১৯ জুলাই তাঁর বয়স ৭০ পেরিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী, ৭০ বছরের পর কেউ প্রশাসনের কোনও পদে থাকতে পারবেন না। অর্থাৎ, তিন বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদ ছাড়তে হল বিন্নীকে।

রাজীবের বয়স ৬৫। তিনি ২০২০ সাল থেকে বোর্ডের সহ-সভাপতি। সেপ্টেম্বর মাসে বোর্ডের পরবর্তী বার্ষিক সাধারণ সভা। সেখানেই পরবর্তী সভাপতির নাম নিয়ে আলোচনা হবে। তত দিন বোর্ডের সব দায়িত্ব সামলাবেন রাজীব।

কয়েক দিন আগে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, তিন বছরের মেয়াদ পূর্ণ করবেন বিন্নী। কারণ, জাতীয় ক্রীড়া আইনে বলা হয়েছে, বিভিন্ন ক্রীড়া সংস্থায় প্রশাসক পদে ৭৫ বছর পর্যন্ত থাকা যাবে। যে হেতু বিশ্ব ক্রীড়া সংস্থায় বয়সের কোনও বিধিনিষেধ নেই। কিন্তু বিসিসিআই স্বয়ংশাসিত সংস্থা। তাদের সংবিধান ৭০ বছরের পর আর কেউ দায়িত্বে থাকতে পারবেন না। সেই নিয়ম মেনেই সরতে হয়েছে বিন্নীকে।

ক্রিকেট বোর্ডের আইনি দল জাতীয় ক্রীড়া আইন খতিয়ে দেখছে। বোর্ডের এক আধিকারিক বলেন, “সবে বিল আইনে পরিণত হয়েছে। আমাদের পুরো বিষয়টা খতিয়ে দেখতে হবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচন করাতে হবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না।”

Advertisement
আরও পড়ুন