IPL 2025

রোহিতকে নিয়ে বড় বিতর্ক, চোট নিয়ে খেলছেন আইপিএল, ফাঁস করলেন মুম্বইয়ের কোচ

ফেব্রুয়ারি-মার্চ মাসে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিতের নেতৃত্বে যে প্রতিযোগিতা জিতেছিল ভারত। কিন্তু সেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েই চোট পেয়েছিলেন রোহিত, যা এখনও অস্বস্তি তৈরি করছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১০:০০
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়ে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। সেই চোট নিয়েই আইপিএল খেলছেন। এমনটাই জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে। সেই কারণেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হচ্ছে রোহিতকে।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও ক্রিকেটারকেই চোট নিয়ে খেলানোর পক্ষপাতী নয়। জসপ্রীত বুমরাহকে সেই কারণে আইপিএলের শুরু থেকে খেলতে দেওয়া হয়নি। মহম্মদ শামিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানোর আগে অনেক বার পরীক্ষা দিতে হয়েছে। সঞ্জু স্যামসনকেও বোর্ড জানিয়ে দিয়েছিল যে, শুধু ব্যাটিং করতে পারবেন তিনি। সেই জায়গায় রোহিত চোট নিয়েই আইপিএল খেলায় বিতর্ক তৈরি হয়েছে। আইপিএল শেষ হলেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানে টেস্ট সিরিজ়ে রোহিতই দলকে নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে চোট নিয়ে রোহিতের আইপিএল খেলার কথা জানালেন জয়বর্ধনে।

ফেব্রুয়ারি-মার্চ মাসে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিতের নেতৃত্বে যে প্রতিযোগিতা জিতেছিল ভারত। কিন্তু সেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েই চোট পেয়েছিলেন রোহিত, যা এখনও অস্বস্তি তৈরি করছে। সেই কারণেই আইপিএলে বেশির ভাগ ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে শুধু ব্যাট করতে নামছেন রোহিত।

মুম্বইয়ের কোচ জয়বর্ধনে বলেন, “শুরু থেকে রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানোর কথা ভাবা হয়নি। কিছু ম্যাচে রোহিত ফিল্ডিংও করেছিল। কিন্তু দলে প্রত্যেকে দুটো করে ভূমিকা পালন করছে। কিছু কিছু মাঠে আমাদের এমন এক জনকে দরকার ছিল, যে বাউন্ডারিতে দৌড়তে পারবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই রোহিতের একটা হালকা চোট রয়েছে। তাই আমরা ওকে বেশি দৌড় করাতে রাজি নই। আমাদের কাছে রোহিতের ব্যাটিং করতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ।”

রোহিত এখনও পর্যন্ত ১০ ম্যাচে ২৯৩ রান করেছেন। মঙ্গলবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবে মুম্বই। সেখানেও রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হলে অবাক হওয়ার থাকবে না। জয়বর্ধনে বলেন, “রোহিত মাঠে থাকুক, বা না থাকুক ও সব সময় দলকে সাহায্য করে। সব সময় ডাগআউটে বসে থাকছে। ম্যাচ নিয়ে ভাবছে। দলের বাকিদের সঙ্গে কথা বলছে, পরামর্শ দিচ্ছে। আর আমাদের সব বোলিং বিকল্পকেও মাঠে চাই, সেই কারণেও রোহিতকে পুরো ম্যাচ খেলানো যাচ্ছে না।”

আইপিএলের শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। কিন্তু যত প্রতিযোগিতা গড়িয়েছে, তত ভয়ঙ্কর হয়ে উঠেছে তারা। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে মুম্বই।

Advertisement
আরও পড়ুন