India vs Australia 2025

এক দিনের ক্রিকেটে অভিষেক হওয়া নীতীশ কত দিন দেশের হয়ে খেলবেন? শনিবার তাঁর সঙ্গে কথা বলেই বুঝে গিয়েছেন রোহিত!

অভিষেককারী ক্রিকেটারের হাতে সাধারণত প্রাক্তনেরা আনুষ্ঠানিক ভাবে টুপি তুলে দেন। ক্রিকেটমহলে যা বিশেষ সম্মানের। রবিবার খেলা শুরুর আগে সম্মানিত হয়েছেন রোহিত শর্মা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৫:৪৩
picture of cricket

(বাঁ দিকে) রোহিত শর্মা এক দিনের ক্রিকেটের টুপি তুলে দেন নীতীশ কুমার রেড্ডিকে (ডান দিকে)। রয়েছেন গৌতম গম্ভীরও (মাঝে)। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার এক দিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছে নীতীশ কুমার রেড্ডির। খেলা শুরুর আগে কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিলের উপস্থিতিতে নীতীশের হাতে এক দিনের ক্রিকেটের টুপি তুলেন রোহিত শর্মা। তার আগে নীতীশের উদ্দেশে কিছু কথা বলেন তিনি।

Advertisement

দলের বিরাট কোহলি থাকলেও সদ্য প্রাক্তন অধিনায়ককে অস্ট্রেলিয়া সিরিজ় শুরুর আগে সম্মানিত করেছেন গম্ভীরেরা। রবিবার এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে নীতীশকে হাসি মুখে স্বাগত জানান রোহিত। তাঁর হাতে টুপি তুলে দেওয়ার আগে রোহিত বলেন, ‘‘টুপির নম্বর ২৬০। নীতীশ রেড্ডিকে নতুন ক্লাবে স্বাগত। দুর্দান্ত ভাবে ক্রিকেটজীবন শুরু করেছ। মন দিয়ে ক্রিকেট খেলতে চাও বলেই সম্ভব হয়েছে। তোমার মানসিকতার জন্য সম্ভব হয়েছে। এই মানসিকতা ধরে রাখতে পারলে তুমি দীর্ঘ দিন ধরে ভারতের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবে। এ ব্যাপারে আমি ১১০ শতাংশ নিশ্চিত। ক্রিকেটের তিন ফরম্যাটেই বড় খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে তোমার মধ্যে। শনিবার তোমার একটা কথা শুনে আমার এই বিশ্বাস আরও বেড়েছে। তুমি বলেছিলে, ক্রিকেটের সব জায়গায় নিজেকে দেখতে চাও। আমরাও চাই, তুমি সব ধরনের ক্রিকেটে সফল হও। আগামী দিনের জন্য তোমাকে শুভেচ্ছা। সব সময় সকলকে পাশে পাবে। আশা করি, তোমার ক্রিকেটজীবন দুর্দান্ত হবে।’’

রোহিতের বক্তব্যের পর হাততালি দিয়ে উপস্থিত সকলে তাঁকে ধন্যবাদ এবং নীতীশকে স্বাগত জানান। উল্লেখ্য, ভারতের হয়ে এর আগে ২৫৯ জন ক্রিকেটার এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২৬০তম ক্রিকেটার হিসাবে ৫০ ওভারের ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করবেন ২২ বছরের অলরাউন্ডার।

অভিষেকের আগে ক্রিকেটারদের হাতে টুপি তুলে দেওয়ার সুযোগকে ক্রিকেট মহলে সম্মানের চোখে দেখা হয়। অনেক ক্ষেত্রেই কোনও প্রাক্তন ক্রিকেটারকে দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় নতুন কারও হাতে অভিষেক ম্যাচের আগে টুপি দেওয়ার জন্য। গম্ভীর, শুভমনেরা রবিবার সেই সম্মান দিয়েছেন ২২৪ দিন পর ভারতের জার্সি পরে নামা রোহিতকে।

Advertisement
আরও পড়ুন