Arjun Tendulkar

বিয়ে করছেন সচিনপুত্র অর্জুন, বাগ্‌দান সারা, কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন ছোট তেন্ডুলকর?

জীবনের নতুন ইনিংস শুরু করলেন অর্জুন তেন্ডুলকর। বান্ধবী সানিয়া চন্দোকের সঙ্গে বাগ্‌দান পর্ব সারলেন সচিন তেন্ডুলকরের ছেলে। ঘরোয়া অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে বাগ্‌দান পর্ব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ২২:৩৬
Picture of Arjun Tendulkar

অর্জুন তেন্ডুলকর। —ফাইল চিত্র।

জীবনের নতুন ইনিংস শুরু করলেন অর্জুন তেন্ডুলকর। মুম্বইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বাগ্‌দান পর্ব সারলেন সচিন তেন্ডুলকরের ছেলে। বুধবার ঘরোয়া অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে বাগ্‌দান পর্ব। উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ অল্প কিছু আত্মীয় এবং বন্ধু।

Advertisement

ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার। সেই পরিবারের জামাই হলেন সচিন-পুত্র। ২৫ বছরের অর্জুন পেশাদার ক্রিকেটার। বাঁহাতি জোরে বোলার। ব্যাটের হাতও খারাপ নয়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেন। ঘরোয়া ক্রিকেট খেলেন গোয়ার হয়ে। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। লিস্ট ‘এ’ (ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট) ম্যাচ খেলেছেন ১৮টি।

(বাঁদিকে) সানিয়া চন্দোক এবং অর্জুন তেন্ডুলকর (ডান দিকে)।

(বাঁদিকে) সানিয়া চন্দোক এবং অর্জুন তেন্ডুলকর (ডান দিকে)। ছবি: এক্স।

সানিয়াও ব্যবসায়ী। তাঁর নিজের একাধিক সংস্থা রয়েছে। এ ছাড়া পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলান। সমাজমাধ্যমে খুব একটা সক্রিয় নন সানিয়া। খুব বেশি আড়ম্বরপূর্ণ জীবনযাপনও পছন্দ করেন না। সাধারণ ভাবে থাকতে ভালবাসেন। বেশ কিছু দিন ধরে তিনি এবং অর্জুন সম্পর্কে ছিলেন বলে জানা গিয়েছে। দুই পরিবারের সম্মতিতে চার হাত এক করার সিদ্ধান্ত হয়।

সচিনের মেয়ে সারা তেন্ডুলকরকে নিয়ে নানা জল্পনা মাঝে মধ্যে শোনা যায়। এক সময় শোনা গিয়েছিল, শুভমন গিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সারা। যদিও কোনও পক্ষই সেই জল্পনা সত্যতা স্বীকার করেননি। অর্জুনকে নিয়ে তেমন জল্পনা শোনা যায় না। তবু চমক এল তাঁর কাছ থেকেই।

Advertisement
আরও পড়ুন