Jasprit Bumrah

প্রথম দেখায় পাত্তাই দেননি বুমরাহ, তবু কী ভাবে তাঁর সঙ্গে প্রেম এবং বিয়ে, জানালেন স্ত্রী সঞ্জনা

ছ’বছর আগে প্রথম বার দেখা হয়েছিল জসপ্রীত বুমরাহের সঙ্গে। কিন্তু প্রথম দেখায় সঞ্জনা গণেশন ভাবতেই পারেননি, দু’বছর পরেই বুমরাহের সঙ্গে বিয়ে হবে তাঁর। সম্প্রতি এক অনুষ্ঠানে সে কথা বলেছেন ক্রীড়া সঞ্চালক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ২১:৫৩
cricket

সঞ্জনা গণেশন (বাঁ দিকে) এবং জসপ্রীত বুমরাহ। ছবি: সমাজমাধ্যম।

ছ’বছর আগে, ২০১৯ সালে প্রথম বার দেখা হয়েছিল জসপ্রীত বুমরাহের সঙ্গে। কিন্তু প্রথম দেখায় সঞ্জনা গণেশন ভাবতেই পারেননি, দু’বছর পরেই বুমরাহের সঙ্গে বিয়ে হবে তাঁর। সম্প্রতি এক অনুষ্ঠানে সে কথা বলেছেন ক্রীড়া সঞ্চালক। জানিয়েছেন, বুমরাহের সঙ্গে প্রথম দেখাটা মোটেই স্মরণীয় নয় তাঁর কাছে।

Advertisement

হরভজন সিংহ এবং তাঁর স্ত্রী গীতা বসরার ‘হুজ়‌ দ্য বস’ অনুষ্ঠানে বুমরাহকে নিয়ে এসেছিলেন সঞ্জনা। সেখানেই তিনি বলেছেন, “২০১৯ বিশ্বকাপের সময় প্রথম বার দেখা হয়েছিল বুমরাহের সঙ্গে। ভারতীয় দলের অনুশীলনে গিয়েছিলাম এক দিন। ডিকে (দীনেশ কার্তিক) এবং বাকি কয়েক জন আমাদের দিকে তাকিয়ে হাত নেড়েছিল। সেই দলে জসপ্রীতও ছিল। তবে কঠিন মুখ করে অনুশীলন করেছিল। যেন প্রতিজ্ঞা করেছিল, ‘আমি হাত নাড়ব না তো বটেই, ওর দিকে তাকাবও না’।”

সঞ্জনা ভেবেছিলেন, বুমরাহ ইচ্ছা করে তাঁকে এড়িয়ে যাচ্ছেন। হয়তো তাঁর বান্ধবী বা স্ত্রী রয়েছে। সঞ্জনার কথায়, “ওর বান্ধবী বা স্ত্রী থাকতে পেরে আমি আলাপ করিনি। এক বার মনে হয়েছিল আমিই হয়তো কোনও ভুল করেছি। এ রকমই ছিল জসপ্রীতের ব্যক্তিত্ব।”

তবে পরিস্থিতি পাল্টে যায় ক’দিন পরেই। সঞ্জনা বলেছেন, “আমরা কথা বলা শুরু করার পর একে অপরকে বুঝতে শুরু করি। যা ভেবেছিলাম তার কিছুই ওর সঙ্গে মেলেনি।”

পাশ থেকে বুমরাহ হাসতে হাসতে বলেন, “ও একপেশে গল্প বলছে। ও ভেবেছিল আমি বিবাহিত। আসলে আমি বরাবরই খুব লাজুক। সচরাচর কাউকে ‘হাই’ বলে সম্বোধন করি না। লোকের সঙ্গে মিশতে আমার সময় লাগে।”

বুমরাহ আরও বলেন, “সঞ্জনা বলছে আমি ‘হাই’ না বলায় ওর মনে হয়েছিল হয়তো আমি বিবাহিত। এটা কোনও যুক্তি হল?”

২০২১ সালের মার্চে সঞ্জনাকে বিয়ে করেন বুমরাহ। ২০২৩-এর সেপ্টেম্বরে জন্ম হয় ছেলে অঙ্গদের।

Advertisement
আরও পড়ুন