Shaheen Afridi

শামির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানের শাহিন, এক দিনের ক্রিকেটে কোন নজির গড়লেন তিনি?

ওয়েস্ট ইন্ডিজ়‌কে প্রথম এক দিনের ম্যাচে হারিয়েছে পাকিস্তান। সেই ম্যাচেই একটা বিশ্বরেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি। ৫১ রানে ৪ উইকেট নিয়ে শুধু পাকিস্তানকে জেতালেনই না, রেকর্ডবুকে নামও তুলে ফেললেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৯:১১
cricket

শাহিন আফ্রিদি। — ফাইল চিত্র।

ওয়েস্ট ইন্ডিজ়‌কে প্রথম এক দিনের ম্যাচে হারিয়েছে পাকিস্তান। সেই ম্যাচেই একটা বিশ্বরেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি। ৫১ রানে ৪ উইকেট নিয়ে শুধু পাকিস্তানকে জেতালেনই না, রেকর্ডবুকে নামও তুলে ফেললেন। এক দিনের ক্রিকেটে এই মুহূর্তে সেরা স্ট্রাইক রেট শাহিনেরই।

Advertisement

পূর্ণ সদস্যের দেশগুলির ক্রিকেটারদের মধ্যে ন্যূনতম ১০০ উইকেট রয়েছে, এমন বোলারদের মধ্যে শাহিনের স্ট্রাইক রেটই এখন সবচেয়ে ভাল। তাঁর স্ট্রাইক রেট ২৫.৪। শামির স্ট্রাইক রেট ২৫.৮। মোট ৬৫ ম্যাচে ১৩১ উইকেট নিয়েছেন শাহিন। শামি ১০৮ ম্যাচ খেলে ২০৬ উইকেট নিয়েছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মিচেল স্টার্ক। তাঁর স্ট্রাইক রেট ২৬.৬৮।

শাহিন যদি পরের ম্যাচে উইকেট না-ও পান তা হলেও অসুবিধা নেই। তবে ৬৭তম ম্যাচে তাঁকে ১৩৩ বা তার বেশি উইকেট পেতে হবে। না হলে সেরা স্ট্রাইক রেট চলে যাবে স্টার্কের দখলে।

পাকিস্তানের অনেক প্রাক্তন বোলারের মতো শাহিনও ভাল রিভার্স সুইং করতে পারেন। আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী ৩৪ ওভার থেকে একটাই বল ব্যবহার করা যাবে। আগে দুটো বল ব্যবহার করায় রিভার্স সুইং পাওয়া যেত না। এখন তা আবার ফিরেছে এক দিনের ক্রিকেটে। ফলে সুবিধা পাচ্ছেন বোলারেরা। শাহিনও ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে দুটো উইকেট নিয়েছেন।

শুক্রবার আগে ব্যাট করে ২৮০ তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ়। রান পান এভিন লিউইস (৬০), শাই হোপ (৫৫) এবং রস্টন চেজ় (৫৩)। জবাবে পাকিস্তানকে জেতান মহম্মদ রিজ়‌ওয়ান (৫৩), হাসান নওয়াজ়‌ (অপরাজিত ৬৩) এবং হুসেন তালাত (অপরাজিত ৪১)। ৫ উইকেটে জিতেছে পাকিস্তান।

Advertisement
আরও পড়ুন