IPL 2025 Final

টেস্ট দলে সুযোগ না পাওয়ার জবাব দিচ্ছেন শ্রেয়স! স্পষ্ট কথা পন্টিংয়ের, খোঁচা গম্ভীরকে

রবিবার পঞ্জাবকে একার হাতে ফাইনালে তুলেছেন শ্রেয়স আয়ার। মুগ্ধ রিকি পন্টিং মনে করেন, ইংল্যান্ড সিরিজ়‌ের দলে সুযোগ না পাওয়ায় জবাব ব্যাট দিয়ে দিচ্ছেন শ্রেয়স।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৮:১৮
cricket

শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

রবিবার পঞ্জাবকে একার হাতে ফাইনালে তুলেছেন শ্রেয়স আয়ার। তাঁর অপরাজিত ৮৭ রান হারিয়েছে মুম্বইকে। শ্রেয়সের ইনিংস দেখে মুগ্ধ রিকি পন্টিং মনে করেন, ইংল্যান্ড সিরিজ়‌ের দলে সুযোগ না পাওয়ার জবাব ব্যাট দিয়ে দিচ্ছেন শ্রেয়স। নাম না করে পন্টিং কটাক্ষ করেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীরকেও।

Advertisement

আইপিএলের প্রথম অধিনায়ক হিসাবে তিনটি দলকে ফাইনালে তুললেন শ্রেয়স। দিল্লি, কলকাতার পর এ বার পঞ্জাব। গত বার কলকাতাকে ট্রফি জেতানোর পর এ বার পঞ্জাবকে প্রথম বার ট্রফি দেওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

পন্টিং বলেছেন, “শ্রেয়স সুযোগ না পাওয়ায় আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু ও খোলা মনে সেটাকে মেনে নিয়ে এগিয়ে গিয়েছে। পঞ্জাবের হয়ে খেলতে নামার সময় প্রত্যেক বার ওর চোখে একটা খিদে দেখতে পাই। দলকে প্রতিটা ম্যাচে জেতানোর জন্য মরিয়া হয়ে থাকে।”

টেস্ট দল থেকে শ্রেয়স বাদ পড়ায় হতাশ পন্টিং। তাঁর মতে, একই দক্ষতা থাকা ক্রিকেটারেরা সুযোগ পেলেও শ্রেয়সকে বঞ্চিত করা হয়েছে। পন্টিংয়ের কথায়, “টেস্ট দলে যারা সুযোগ পেয়েছে তারা সবাই হয় প্রথম শ্রেণির ক্রিকেট বা আইপিএলে ভাল খেলেছে। বাকিরা যা করেছে শ্রেয়সও ঠিক সেটাই করেছে। তবু সুযোগ পায়নি। আমি হতাশ। কিন্তু শ্রেয়স হতাশ নয়। হয়তো সেই কারণেই প্লে-অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রেয়স বাকিদের থেকে একটু বেশিই মরিয়া হয়ে ছিল।”

Advertisement
আরও পড়ুন