Shreyas Iyer

কেন লাল বলের ক্রিকেটে নেই, কেন ব্যাটিং টেকনিক বদলালেন? জোড়া রহস্য ফাঁস করলেন শ্রেয়স

শ্রেয়স পিঠের সমস্যার জন্য লাল বলের ক্রিকেট থেকে ছয় মাসের বিরতি চেয়ে ভারতীয় বোর্ডের কাছে অনুরোধ করেছিলেন। বিসিসিআই তা মেনে নেয়। নিজের ব্যাটিং স্টান্সেও বদল করেছেন শ্রেয়স।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ২১:৪১
Shreyas Iyer

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র

চলতি মাসের শুরুতে হঠাৎই লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৭ বলে ৬১ রানের ইনিংস খেলার পর শ্রেয়স জানালেন কেন এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নিজের ব্যাটিং টেকনিক বদলের কারণও।

Advertisement

শ্রেয়স তাঁর পিঠের সমস্যার জন্য লাল বলের ক্রিকেট থেকে ছয় মাসের বিরতি চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছিলেন। বিসিসিআই তা মেনে নেয়। শ্রেয়স বলেন, ‘‘দেখলাম লাল বলের ক্রিকেটে দীর্ঘ ক্ষণ ধরে ফিল্ডিং করার সময় আমার ক্ষিপ্রতা কমে যাচ্ছে। আন্তর্জাতিক স্তরে এটা তফাত গড়ে দিতে পারে। এক দিনের ক্রিকেটে বিশ্রামের সুযোগ থাকে। রিকভারির সময় পাওয়া যায়। তাই ধকল সামলানোটা সহজ। সেই কারণেই পরিকল্পনা বদলেছি।’’

নিজের ব্যাটিং স্টান্সেও বদল করেছেন শ্রেয়স। অ্যাডিলেডে দেখা গিয়েছে, সাইড স্টান্স না নিয়ে আপরাইট স্টান্স নিচ্ছেন তিনি। এই নিয়ে শ্রেয়স বলেন, ‘‘হঠাৎ করে এই পরিবর্তন করিনি। গত বছর থেকেই এরকম স্টান্স নিয়ে খেলার কথা ভেবেছি। বিশেষ করে যে উইকেটে বাউন্স প্রত্যাশার চেয়ে একটু বেশি। আমার কোচের সঙ্গে এটা নিয়ে কাজ করেছি। ব্যাপারটা আমার জন্য বেশ ঠিকঠাক মনে হয়েছে।’’

নতুন তো নয়ই, বরং পুরনো পদ্ধতি আবার নতুন করে ব্যবহার করছেন জানিয়ে শ্রেয়স বলেন, ‘‘এই ধরণের স্টান্স নিয়ে খেলেই বড় হয়েছি। তাই ভাবলাম, আবার পুরনো পদ্ধতিতে ফিরে গেলে কেমন হয়। মুম্বইয়েও যখন আমরা অতিরিক্ত বাউন্স থাকা লাল মাটির উইকেটে খেলি, তখনও এই স্টান্স কাজে লাগে। সব উইকেটই আলাদা। তাই প্রতিনিয়ত এটা নিয়ে চর্চা করতে হবে। আমি বেশ কয়েক বার আমার স্টান্স বদলেছি। এই মুহূর্তে যেকোনো উইকেটে আমি মানিয়ে নিতে পারি।’’

Advertisement
আরও পড়ুন