IPL 2025

মুম্বই-গুজরাত ম্যাচ শুরুর আগে বিতর্ক! টসের সময় শুভমনের ব্যবহার নিয়ে উঠছে প্রশ্ন, কী করেছেন গুজরাত অধিনায়ক?

অধিনায়ক শুভমন গিলের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠে গেল। টসের সময়ই শুভমন এবং হার্দিক পাণ্ড্যকে একটি অস্বস্তিকর মুহূর্তের সাক্ষী থাকতে হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১০:৩৯
Hardik Pandya and Shubman Gill

শুক্রবার টসের সময় হার্দিক পাণ্ড্য এবং শুভমন গিল। ছবি: পিটিআই।

আইপিএলের এলিমিনেটরে হেরে বিদায় গুজরাত টাইটান্সের। সেই ম্যাচে অধিনায়ক শুভমন গিলের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠে গেল। টসের সময়ই শুভমন এবং হার্দিক পাণ্ড্যকে একটি অস্বস্তিকর মুহূর্তের সাক্ষী থাকতে হল।

Advertisement

শুক্রবার চণ্ডীগড়ে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ জিতে কোয়ালিফায়ার ২-তে উঠেছে মুম্বই। কিন্তু ম্যাচ শুরুর আগে টসের সময়ের একটি ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। টস হওয়ার পরেই শুভমন ঘুরেছিলেন হার্দিকের দিকে। কিছুটা হাত এগিয়েও দিয়েছিলেন গুজরাতের অধিনায়ক। মুম্বইয়ের অধিনায়ক হার্দিক ভেবেছিলেন শুভমন হাত মেলাবেন বলে ঘুরেছেন। হার্দিক হাত এগিয়েও দিচ্ছিলেন। কিন্তু বুঝতে পারেন শুভমন হাত মেলাবেন না। এর পরেই দু’জনেই প্রায় একই সময় হাত সরিয়ে নেন। পরে যদিও দু’জনকে হাত মেলাতে দেখা যায়।

এক সময় গুজরাতের অধিনায়ক ছিলেন হার্দিক। তাঁর নেতৃত্বে আইপিএল জিতেছিল গুজরাত। কিন্তু সেই দল ছেড়ে মুম্বইয়ে ফিরে যান হার্দিক। তার পর গুজরাত অধিনায়ক করে শুভমনকে। সেই দুই অধিনায়কের সাক্ষাতে এমন ঘটনা বিতর্ক তৈরি করেছে।

শুক্রবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হার্দিক। তাঁর দল ২২৮ রান তোলে। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ৮১ রান করেন। ম্যাচের সেরাও হন তিনি। মুম্বইয়ের রান তাড়া করতে নেমে গুজরাতের ইনিংস শেষ হয়ে যায় ২০৮ রানে। জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টদের দাপটে জয় অধরা থেকে যায় শুভমনদের। এ বারের আইপিএল থেকেও ছিটকে যান তাঁরা।

Advertisement
আরও পড়ুন