India Vs West Indies

অধিনায়ক শুভমন টপকে গেলেন রোহিতকে! ছুঁয়ে ফেললেন সৌরভ-ধোনিকে, কোন কীর্তি গড়লেন?

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দু’টি টেস্টে নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল। সাতটি টেস্টে নেতৃত্ব দিয়েই রোহিত শর্মার একটি নজির টপকে গেলেন শুভমন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৪:৫৩
picture of Shubman Gill

শুভমন গিল। ছবি: বিসিসিআই।

অধিনায়ক হিসাবে দিল্লিতে সপ্তম টেস্ট খেলতে নেমেছেন শুভমন গিল। এর মধ্যেই টপকে গেলেন অধিনায়ক হিসাবে রোহিত শর্মার নজির। ছুঁয়ে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিংহ ধোনির কীর্তি।

Advertisement

শনিবার টেস্ট ক্রিকেটে দশম শতরান করলেন শুভমন। অধিনায়ক হিসাবে পঞ্চম টেস্ট শতরান এল তাঁর ব্যাট থেকে। একই সঙ্গে তিনি টপকে গেলেন রোহিতকে। ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে চারটি শতরান রয়েছে রোহিতের। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলে অধিনায়ক হিসাবে রোহিতকে পিছনে ফেললেন শুভমন। তিনি পিছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়কেও। ভারতীয় দলের প্রাক্তন কোচেরও অধিনায়ক হিসাবে টেস্ট শতরানের সংখ্যা চার।

রোহিত, দ্রাবিড়কে টপকানোর পাশাপাশি শুভমন একসঙ্গে ছুঁয়েছেন তিন প্রাক্তন অধিনায়ককে। সৌরভ, ধোনি এবং মনসুর আলি খান পতৌদির নজির স্পর্শ করেছেন ২৬ বছরের ক্রিকেটার। এই তিন জনেরই অধিনায়ক হিসাবে টেস্টে পাঁচটি করে শতরান রয়েছে।

টেস্ট অধিনায়ক হিসাবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি শতরান বিরাট কোহলির ২০টি। দ্বিতীয় স্থানে রয়েছেন সুনীল গাওস্কর। তাঁর শতরানের সংখ্যা ১১টি। তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। তিনি অধিনায়ক হিসাবে টেস্টে ন’টি শতরান করেছেন। চতুর্থ স্থানে সচিন তেন্ডুলকরের সাতটি শতরান। পতৌদি, সৌরভ এবং ধোনির সঙ্গে যুগ্ম ভাবে পঞ্চম স্থানে থাকলেন শুভমন।

Advertisement
আরও পড়ুন