Shubman Gill

এক দিনের ক্রিকেটে অধিনায়ক হয়ে প্রথম বার্তা শুভমনের, কী বললেন গিল?

অহমদাবাদে ওয়েস্ট ইন্ডিজ়‌কে হারিয়ে ভারতের প্রথম টেস্ট জয়ের দিনেই এক দিনের ক্রিকেটে নতুন অধিনায়ক হলেন শুভমন গিল। জোড়া খুশিতে ভাসলেন শুভমন। নতুন দায়িত্ব পেয়েই দলের লক্ষ্য স্থির করে দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ২৩:০২
cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

অহমদাবাদে ওয়েস্ট ইন্ডিজ়‌কে হারিয়ে ভারতের প্রথম টেস্ট জয়ের দিনেই এক দিনের ক্রিকেটে নতুন অধিনায়ক হলেন শুভমন গিল। দেশের মাটিতে তাঁর অধিনায়কত্বে প্রথম জয়ের পাশাপাশি নতুন ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব। জোড়া খুশিতে ভাসলেন শুভমন। নতুন দায়িত্ব পেয়েই দলের লক্ষ্য স্থির করে দিয়েছেন তিনি।

Advertisement

বোর্ডের প্রকাশিত ভিডিয়োয় শুভমন বলেছেন, “এক দিনের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার কাছে সবচেয়ে বড় সম্মানের। এই ফরম্যাটে আমাদের দল খুবই ভাল খেলেছে। আমার কাছে এটা গর্বের ব্যাপার। আশা করি দারুণ কিছু করে দেখাতে পারব।”

এর পরেই শুভমন বলেছেন, “বিশ্বকাপের আগে মনে হয় ২০টার মতো ম্যাচ খেলার সুযোগ পাব। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জেতাই আমাদের আসল লক্ষ্য। যে দলের বিরুদ্ধেই খেলি না কেন, সতীর্থেরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। বিশ্বকাপের আগে একটা দারুণ মরসুম কাটাতে চাই। আশা করি দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে পুরোপুরি তৈরি থাকব এবং বিশ্বকাপটা জিতব।”

দেশের মাটিতে প্রথম টেস্ট অহমদাবাদে জিতলেন শুভমন। এই মাঠেই আইপিএল খেলেন তিনি। গুজরাত টাইটান্সেরও নেতা শুভমন। সেই মাঠে জয় পাওয়া নিয়ে বলেছেন, “শব্দে প্রকাশ করা বেশ কঠিন। এই রাজ্য আমার কাছে খুব আলাদা একটা জায়গা নিয়ে আছে। আইপিএলে এই রাজ্যের দলকে নেতৃত্ব দিই। টেস্ট অধিনায়ক হব, এটা জানার সময় এখানেই ছিলাম। এক দিনের ক্রিকেটের ক্ষেত্রেই তা-ই হল। অহমদাবাদ আমার মনে বিশেষ জায়গা নিয়ে রয়েছে।”

Advertisement
আরও পড়ুন