ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।
৪০ বছর বয়স হয়ে গিয়েছে তাঁর। বিশ্বকাপের আগেই ৪১ পূর্ণ করবেন। তার আগে নিজের লক্ষ্য স্থির করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানিয়ে দিলেন, ১০০০তম গোল করার আগে কোনও ভাবেই অবসর নিতে চান না। লক্ষ্যপূরণ করতে রোনাল্ডোর দরকার আর ৪৪টি গোল।
শনিবার আল আখদুদের বিরুদ্ধে জোড়া গোল করেছেন রোনাল্ডো। আল নাসেরের ফুটবলারের ৯৫৬টি গোল হয়ে গিয়েছে। এখনই থামার কোনও ইচ্ছা নেই রোনাল্ডোর। দুবাইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোনাল্ডো বলেছেন, “এখন খেলা চালিয়ে যাওয়া কঠিন। কিন্তু আমি অনুপ্রাণিত। আমার ইচ্ছাশক্তি অনেক বেশি। আমি খেলা চালিয়ে যেতে চাই।”
রোনাল্ডোর সংযোজন, “মধ্যপূর্ব না ইউরোপ, আমি কোথায় খেলছি সেটা নিয়ে ভাবিই না। আমি সব সময় ফুটবল খেলা উপভোগ করি। এ ভাবেই চালিয়ে যেতে চাই। আপনারা জানেন আমার লক্ষ্য কী। আমি ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যায় (১০০০ গোল) পৌঁছতে চাই। চোট না পেলে নিশ্চিত ভাবেই সেই কাজ করে দেখাব।”
উল্লেখ্য, গত মাসে পিয়ার্স মর্গ্যানকে দেওয়া একটি সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছিলেন, ফুটবল থেকে ‘তাড়াতাড়ি’ অবসর নেবেন। রোনাল্ডো বলেছিলেন, “মনে হয় অবসরের ব্যাপারে প্রস্তুত থাকবে। কঠিন সিদ্ধান্ত হবে। হয়তো আমি কেঁদেও ফেলতে পারি।”