Smriti Mandhana

৫০ বলে শতরান স্মৃতি মন্ধানার, এক দিনের ক্রিকেটে কোহলিকে টপকে নতুন ভারতীয় রেকর্ড

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ৫০ বলে শতরান করলেন তিনি। মহিলাদের এক দিনের ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম শতরান। ভারতীয় ক্রিকেটে রেকর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৩
Smriti Mandhana

শনিবার শতরান করার পর স্মৃতি মন্ধনা। ছবি: সমাজমাধ্যম।

বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় দলের জন্য সুখবর। স্বপ্নের ফর্মে স্মৃতি মন্ধানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ৫০ বলে শতরান করলেন তিনি। মহিলাদের এক দিনের ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম শতরান। ভারতীয় ক্রিকেটে রেকর্ড। এমনকি টপকে গেলেন বিরাট কোহলির ৫২ বলে শতরানের ভারতীয় রেকর্ডও।

Advertisement

মহিলাদের এক দিনের ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিংয়ের। ২০১২ সালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিনি ৪৫ বলে শতরান করেছিলেন। পুরুষ ও মহিলা মিলিয়ে ভারতীয় ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড ছিল কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৩ সালে ৫২ বলে শতরান করেছিলেন কোহলি। সেই রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি।

ভারতের মহিলা ক্রিকেটে এক দিনের ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড ছিল স্মৃতিরই। তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ বলে শতরান করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তাঁর ৭৭ বলে শতরানের নজিরও রয়েছে। অর্থাৎ, ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের তালিকায় প্রথম তিনটি স্থানেই থাকলেন তিনি।

৬৩ বলে ১২৫ রান করে আউট হন স্মৃতি। তাঁর ইনিংসে ১৭টি চার, পাঁচটি ছক্কা রয়েছে। ওপেন করতে নামেন তিনি। তৃতীয় উইকেটে হরমনপ্রীত কৌরের সঙ্গে ১২১ রান যোগ করেন। যতক্ষণ ক্রিজে ছিলেন ২৯ বছরের স্মৃতিকে থামাতে পারেননি মেগান শ্যুট, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনাররা। কাউকেই ছাড়েননি স্মৃতি। ২২তম ওভারে তাঁকে আউট করেন গ্রেস হ্যারিস। অফস্পিনারের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি। অফস্টাম্পের বাইরের বলটি মারারই ছিল। স্মৃতি যে ফর্মে ছিলেন, তিনি মারতে গিয়ে কোনও ভুলও করেননি। কিন্তু ব্যাটের উপরের দিকে লেগে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে বল উঠে যায়। গার্ডনার ক্যাচ নেন।

Advertisement
আরও পড়ুন