IND vs AUS Women ODI Series

নজির স্মৃতির, ১০২ রানে জিতল ভারত

মাত্র ৭৭ বলে মুল্লানপুরে এ দিন শতরান করেন স্মৃতি। শেষ পর্যন্ত ৯১ বলে ১১৪ রান করে তাহলিয়া ম‌্যাকগ্রার বলে আউট হন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৬
শাসন: শতরানের পরে স্মৃতি। বুধবার দ্বিতীয় ম্যাচে। পিটিআই

শাসন: শতরানের পরে স্মৃতি। বুধবার দ্বিতীয় ম্যাচে। পিটিআই

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম‌্যাচে একাধিক নজির গড়লেন ভারতীয় মহিলা দলের ওপেনার স্মৃতি মন্ধানা। প্রথমে ব‌্যাট করে ভারত ২৯২ রানে অলআউট হয়। জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় ৪০.৫ ওভারে ১৯০ রানে। ১০২ রানে জিতে সিরিজ়ে সমতা ফেরালেন হরমনপ্রীত কউররা।

মাত্র ৭৭ বলে মুল্লানপুরে এ দিন শতরান করেন স্মৃতি। শেষ পর্যন্ত ৯১ বলে ১১৪ রান করে তাহলিয়া ম‌্যাকগ্রার বলে আউট হন। মেরেছেন ১৪টি চার ও চারটি ছক্কা। ওপেনার হিসেবে এক দিনের ক্রিকেটে ১২টি করে শতরান রয়েছে নিউ জ়িল‌্যান্ডের সুজ়ি বেটস ও ইংল‌্যান্ডের ট‌্যামি বিউমন্টের। বুধবার শতরান করে স্মৃতিও সেই তালিকায় চলে এলেন। আর একটি শতরান করলেই শীর্ষে চলে যাবেন তিনি।

পাশাপাশি ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এক দিনের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরান করলেন স্মৃতি। চলতি বছরই আয়ারল‌্যান্ডের বিরুদ্ধে ৭০ বলে শতরানে পৌঁছেছিলেন তিনি। এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি (১৫) শতরান রয়েছে অস্ট্রেলিয়ার মেগ ল‌্যানিংয়ের। আর মাত্র চার বার তিন অঙ্কের ঘরে পৌঁছলেই ল‌্যানিংকে টপকে যাবেন স্মৃতি। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রান্তি গৌড়। তিনি ২৮ রানে তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া দীপ্তি শর্মা নেন দুটি উইকেট। ম্যাচের সেরা স্মৃতি।

আরও পড়ুন