স্মৃতিচারণ: পটৌডির ছবির সামনে কন্যা সোহা। ছবি: সিএবি।
টিএসকে ২৫কে দৌড়ে অতিথি হিসেবে কলকাতায় এসেছিলেন মনসুর আলি খান পটৌডির কন্যা সোহা আলি খান। দৌড় শেষ হওয়ার পরে তিনি সোজা চলে যান ইডেনে। বাবার অন্যতম প্রিয় মাঠ এক বার দেখার ইচ্ছে ছিল সোহার। সেই সুযোগ নষ্ট করেননি পটৌডি-কন্যা। ইডেনে গিয়ে বাবার ছবির সামনে দাঁড়িয়ে একটি নিজস্বী তোলেন। তারপর ঘুরে দেখেন ড্রেসিংরুম ও ক্লাব হাউস।
৫ জানুয়ারি ভারতের প্রাক্তন অধিনায়কের জন্মদিন। তাই রবিবার সকালে ইডেনে এসে বাবার কথা আরও বেশি করে মনে পড়ছিল সোহার। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ইডেনে এসে সত্যি খুব ভাল লাগছে। আমি এসেছিলাম ২৫কে দৌড়ে। কিন্তু রবিবারের সকালে ইডেন এক বার ঘুরে দেখার ইচ্ছে হল।’’ যোগ করেন, ‘‘ইডেনে খেলা দেখার কোনও রকম স্মৃতি আমার নেই। খুব ছোটবেলায় এক বার এসেছিলাম। কিন্তু এই মাঠে আমার বাবা অনেক স্মরণীয় ম্যাচ খেলেছেন। আমি যদিও মাঠে বসে সেই ম্যাচ দেখিনি। কিন্তু কিছু ভিডিয়োয় দেখেছি বাবা এই মাঠে খেলতে খুব পছন্দ করতেন। বাবা বলতেন, ইডেন তাঁর অন্যতম প্রিয় মাঠ। ১৯৬৬ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে একটি ম্যাচের কথা বলতেন বাবা। এখানে বাবার এত বড় ছবি দেখে খুব ভাল লাগছে। আবেগরুদ্ধ হয়ে পড়ছি।’’
সোহা আরও বলেছেন, ‘‘বাবার জন্মদিন আসছে ৫ জানুয়ারি। তার আগে ইডেনে এসে বাবার কথা আরও বেশি করে মনে পড়ছে। এখানে অনার’স বোর্ডেও বাবার নাম দেখলাম। আফসোস হচ্ছে যে এই মাঠে বসে বাবাকে খেলতে দেখিনি।’’
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ইডেনে একটি ম্যাচ দেখার ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। সোহা বলেন, ‘‘আমি এত ছোটবেলায় ইডেনে এসেছি যে খেলা দেখার কোনও স্মৃতি নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিশ্চয়ই চাইব ইডেনে একটি ম্যাচ দেখতে। এত বড় স্টেডিয়াম দেখে খুবই ভাল লাগছে। ড্রেসিংরুমও খুব সুন্দর। সিএবি-কে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।’’
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় থেকে সরিয়ে দেওয়া হয়েছে পটৌডির নাম। বর্তমানে সেই সিরিজ়ের নাম অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। যা নিয়ে সোহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি এই বিষয়ে শুনেছি আগেই। নিশ্চয়ই চাইব সেই ট্রফি বাবার নামেই হোক। আমি তাঁর কন্যা হয়ে কেনই বা পরিবর্তন চাইব?’’ যোগ করেন, ‘‘তবে যুগের সঙ্গে তো এগিয়ে যেতেই হবে। এত দিন বাবার নামে ছিল এখন সেই জায়গা অন্য কেউ নিয়েছে। ট্রফির নাম পরিবর্তন নিয়ে আমাদের অভিযোগ করার কিছু নেই।’’
রবিবার রাতেই কলকাতা থেকে মুম্বই উড়ে যান সোহা।