Pakistan vs Sri Lanka

ইসলামাবাদে বিস্ফোরণে আতঙ্কিত শ্রীলঙ্কার ক্রিকেটারেরা, দেশে ফিরতে চান আট জন, অনিশ্চিত সিরিজ়

পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বিতীয় এক দিনের ম্যাচ বাতিল হতে পারে বৃহস্পতিবার। বাতিল হতে পরে সিরিজ়ও। ইসলামাবাদে আত্মঘাতী হামলার পর পাকিস্তানে থাকতে চাইছেন না শ্রীলঙ্কার ক্রিকেটারেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ২৩:১৩
picture of cricket

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: এক্স।

শ্রীলঙ্কা দলে ফিরল ১৬ বছর আগের ভয়াবহ স্মৃতি। ইসলামাবাদে জেলা আদালতের সামনে বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত শ্রীলঙ্কার ক্রিকেটারেরা। এই পরিস্থিতিতে এক দিনের সিরিজ়ের মাঝেই শ্রীলঙ্কার আট জন ক্রিকেটার দেশে ফিরে যেতে চান। শ্রীলঙ্কার ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি নিজে কথা বলছেন ক্রিকেট শ্রীলঙ্কার কর্তাদের সঙ্গে।

Advertisement

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। তার পর দীর্ঘ দিন পাকিস্তানে কোনও আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানে আর খেলতে চাইছেন না শ্রীলঙ্কার ক্রিকেটারেরা। অনিশ্চিত হয়ে পড়েছে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় এক দিনের ম্যাচও। নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। ফলে চাপে পিসিবি কর্তারা। কয়েক দিন পরই শ্রীলঙ্কা, পাকিস্তান এবং জ়িম্বাবোয়েকে নিয়ে রয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ়। ইসলামাবাদে বিস্ফোরণের পর সেই সিরিজ়ও এখন অনিশ্চিত।

শ্রীলঙ্কা দলের নিরাপত্তা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী নকভি। তাতেও বিশেষ সুবিধা হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তাঁর আশ্বাসে সন্তুষ্ট নন। নকভি-সহ পাক ক্রিকেট কর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কা দল এবং সে দেশের ক্রিকেট কর্তাদের সঙ্গে। কিন্তু আট ক্রিকেটার আর পাকিস্তানে থাকতে রাজি নন। শ্রীলঙ্কার কর্তারাও তাঁদের জোর করতে চাইছেন না। বৃহস্পতিবার সকালেই তাঁরা কলম্বোয় ফিরে যেতে পারেন। ফলে পিসিবির সমস্যা আরও বেড়েছে।

মঙ্গলবার ইসলামাবাদের আদালতের সামনে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। আহত হন ২৭ জন। এই পরিস্থিতিতে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ় বাতিল হয়ে গেলে, ক্রিকেট বিশ্বে অস্বস্তি বাড়বে নকভিদের।

Advertisement
আরও পড়ুন