টেম্বা বাভুমা। —ফাইল চিত্র।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এ বার প্রথম খেলবে দক্ষিণ আফ্রিকা। তার ১০ দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন হেনরিখ ক্লাসেন। সোমবার থেকেই প্রাক্তন হয়ে গেলেন সদ্য আইপিএল খেলে দেশে ফেরা উইকেটরক্ষক-ব্যাটার।
সমাজমাধ্যমে অবসরের কথা জানিয়েছেন ক্লাসেন। তিনি লিখেছেন, ‘‘আজকের দিনটা আমার কাছে দুঃখের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা নিতে অনেক সময় লেগেছে। আমার এবং পরিবারের ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্তটাই সেরা মনে হয়েছে।’’ তিনি আরও লিখেছেন, ‘‘পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই। সে জন্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত।’’ উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া।
৩২ বছর বয়সে ক্লাসেনের অবসরের কারণে টেস্ট বিশ্বকাপ ফাইনালে সমস্যা হবে না দক্ষিণ আফ্রিকার। কারণ গত বছর জানুয়ারি মাসেই তিনি লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তা ছাড়া দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নিয়মিতও ছিলেন না ক্লাসেন। দেশের হয়ে চারটি টেস্ট খেলেছেন তিনি। শেষ টেস্ট খেলেন ২০২৩ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। মূলত সাদা বলের ক্রিকেটার হিসাবেই পরিচিত ছিলেন। দেশের হয়ে খেলেছেন ৬০টি এক দিনের ম্যাচ এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। সাত বছরেই শেষ হয়ে গেল ক্লাসেনের আন্তর্জাতিক ক্রিকেটজীবন।
এ বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলেছেন ক্লাসেন। ভাল ফর্মেও ছিলেন। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৯ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। আইপিএলে ১৩টি ম্যাচ খেলে ৪৪.২৭ গড়ে তিনি করেছেন ৪৮৭ রান।