Yo Yo Test

ইয়ো-ইয়ো পরীক্ষায় ব্যর্থ ভারতের ক্রিকেটার, বাদ পড়লেন দল থেকে

রোহিত শর্মার ৩৮ বছর বয়স হয়ে গেলেও তিনি ইয়ো-ইয়ো পরীক্ষায় পাস করেছেন। ভারতের আরও কিছু ক্রিকেটার সেই পরীক্ষায় উত্তীর্ণ। তবে জাতীয় দলের হয়ে না-খেলা এক ক্রিকেটার সেই পরীক্ষায় পাস করতে পারলেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৪
cricket

দলীপ ট্রফি থেকে বাদ বিজয়কুমার বিশাখ। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

রোহিত শর্মার ৩৮ বছর বয়স হয়ে গেলেও তিনি ইয়ো-ইয়ো পরীক্ষায় পাস করেছেন। ভারতের আরও কিছু ক্রিকেটার সেই পরীক্ষায় উত্তীর্ণ। তবে জাতীয় দলের হয়ে না-খেলা এক ক্রিকেটার সেই পরীক্ষায় পাস করতে পারলেন না। তাঁকে বাদ দেওয়া হয়েছে দলীপ ট্রফির দল থেকে। অনিশ্চিত হয়ে গেল ভারত ‘এ’ দলের হয়ে আগামী একটি সিরিজ়‌ে তাঁর খেলা।

Advertisement

তিনি ২৮ বছরের ক্রিকেটার বিজয়কুমার বিশাখ। বিরাট কোহলির দল বেঙ্গালুরুর হয়ে তিন বছর খেলার পর তিনি এখন খেলেন পঞ্জাব কিংসে। ‘রেভস্পোর্টজ়’-এর খবর অনুযায়ী, বোর্ডের আয়োজিত ইয়ো-ইয়ো পরীক্ষায় তিনি পাস করতে পারেননি। দলে নির্বাচনের জন্য এই পরীক্ষায় পাস করতেই হয়।

দলীপ ট্রফির সেমিফাইনালে উত্তরাঞ্চলের বিরুদ্ধে খেলবে দক্ষিণাঞ্চল। সেই ম্যাচে খেলা হবে না বিশাখের। ফিটনেস পরীক্ষায় সফল হতে না-পারার জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছে। দলে নেওয়া হয়েছে বাসুকি কৌশিককে।

অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজ় খেলতে চলেছে ভারত ‘এ’। সেই সিরিজ়‌েও বাদ পড়তে পারেন বিশাখ। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি একটি ম্যাচেও।

২০২৩-এ আইপিএলে অভিষেক হয় বিশাখের। সে বার তিনি ন’টি উইকেট নেন। ২০২৪-এ চারটি ম্যাচ খেলেন। এ বছর পঞ্জাবের হয়ে পাঁচটি ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছেন।

রোহিত ছাড়াও ভারতের আরও কয়েক জন প্রথম সারির ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন শুভমন গিল, জসপ্রীত বুমরাহ, জিতেশ শর্মারা।

Advertisement
আরও পড়ুন