Ishan Kishan Out Controversy

আইপিএলে নাটক! আম্পায়ার আঙুল তোলার আগেই হাঁটা দিলেন ঈশান, রিপ্লে দেখাল, তিনি আউট নন

আইপিএলে পুরনো দলের বিরুদ্ধে জবাব দেওয়ার সুযোগ ছিল ঈশান কিশনের সামনে। সেই সুযোগ নিজেই হারালেন তিনি। আউট না হয়েও আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে সাজঘরের দিকে হাঁটা লাগালেন। রিপ্লে-তে দেখা গেল, তিনি আউট হননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২২:০৯
cricket

ঈশান (বাঁ দিকে) ফেরার সময় সান্ত্বনা সূর্যকুমারের। ছবি: পিটিআই।

মুম্বই ইন্ডিয়ান্স মহা নিলামে তাঁকে ধরে রাখেনি। দল বদলে তিনি এখন হায়দরাবাদে। বুধবার আইপিএলে পুরনো দলের বিরুদ্ধে জবাব দেওয়ার সুযোগ ছিল ঈশান কিশনের সামনে। সেই সুযোগ নিজেই হারালেন তিনি। আউট না হয়েও আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে সাজঘরের দিকে হাঁটা লাগালেন। রিপ্লে-তে দেখা গেল, তিনি আউট হননি।

Advertisement

দীপক চহরের লেগ স্টাম্পে করা বলে ফ্লিক করতে গিয়েছিলেন ঈশান। বল তাঁর গ্লাভসের খুব কাছ দিয়ে গিয়ে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে জমা পড়ে। বোলার বা উইকেটরক্ষক কেউই খুব জোরে আউটের আবেদন করেননি। তবে সে সব না দেখেই সাজঘরের দিকে হাঁটা দেন।

ঈশানের কাণ্ড দেখে অবাক হয়ে যান আম্পায়ারও। তিনি হাত তুললেও আউট বোঝানোর জন্য তর্জনী তোলেননি। আঙুল তুলবেন কি না সেটা নিয়েও দ্বিধাগ্রস্ত দেখায় তাঁকে। শেষ পর্যন্ত আঙুল তুলে দেন। চহর তখন নিজের বোলিং রান-আপের দিকে ফিরে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখেন আম্পায়ার আঙুল তুলেছেন। তার পরেই মুম্বই উচ্ছ্বাস করতে শুরু করে।

ঈশান ফেরার সময় তাঁর মাথায় আদরসুলভ চাপড় দেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। পরে রিপ্লে-তে দেখা যায়, ঈশানের ব্যাট বা গ্লাভস কোথাও বল লাগেনি।

তবে সাজঘরে ফিরে গিয়ে নিজের কাণ্ডের জন্য নিজেকেই দোষারোপ করতে থাকেন ঈশান। চেঁচিয়ে কিছু বলতে শোনা যায় তাঁকে। চার বলে এক রান করে আউট হন ঈশান।

Advertisement
আরও পড়ুন