India vs England 2025

‘ফাঁকি না মেরে এ বার দয়া করে অনুশীলনে মন দাও’, গাওস্করের দাওয়াই ‘সাধারণ মানের’ ভারতীয় দলকে

লিডসে খারাপ ফিল্ডিং এবং বোলারদের ব্যর্থতায় হেরেছে ভারত। শুভমন গিলের দলকে ‘সাধারণ মানের’ দল বললেন সুনীল গাওস্কর। তাঁর মতে, এ বার অন্তত দলটার উচিত অনুশীলনের দিকে বেশি মনোযোগ দেওয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৪:১৯
cricket

শুভমন গিল। ছবি: রয়টার্স।

লিডসে ৩৭১ রানও ধরে রাখতে পারেনি ভারত। খারাপ ফিল্ডিং এবং বোলারদের ব্যর্থতায় হারতে হয়েছে ভারতকে। শুভমন গিলের দলকে ‘সাধারণ মানের’ দল বলে বর্ণনা করলেন সুনীল গাওস্কর। তাঁর মতে, এ বার অন্তত দলটার উচিত অনুশীলনের দিকে বেশি করে মনোযোগ দেওয়া।

Advertisement

দীর্ঘ দিন ধরে ইংল্যান্ডে থাকলেও পরিস্থিতি কাজে লাগাতে পারেনি ভারত। কোন সময়ে কী বল করতে হবে, কখন কোন বোলারকে আনতে হবে তা নিয়ে পরিণত মানসিকতা দেখাতে পারেননি শুভমন। লাগাতার খারাপ ফিল্ডিং এবং জসপ্রীত বুমরাহ বাদে বোলারদের ব্যর্থতাও ভুগিয়েছে ভারতকে।

ম্যাচের পর ‘সোনি স্পোর্টসে’ গাওস্কর বলেছেন, “পরের দু’দিন ছুটি নাও। তার পর মন দিয়ে অনুশীলন শুরু করো। ঐচ্ছিক অনুশীলনের মতো ব্যাপারগুলোকে দূরে সরিয়ে রাখো। তোমরা এখানে ভারতের হয়ে খেলতে এসেছো এমন ভাবে প্রস্তুতি নাও যাতে নিজের সেরাটা দিতে পারো।”

উদাহরণ দিয়ে গাওস্কর বলেছেন, “চেতেশ্বর পুজারাকে কোনও দিন ঐচ্ছিক অনুশীলন করতে দেখিনি। পুজারার উদ্দেশে অনেক সময়েই কোচিং স্টাফের সদস্যদের বলতে শুনেছি, ‘তুমি কি কখনও ছুটি নেবে না?’ এতটাই নিবিড় ভাবে অনুশীলন করত ও।”

শুধু ক্যাচ পড়া নয়, ভারতের সামগ্রিক ফিল্ডিংকেই দায়ী করেছেন গাওস্কর। বলেছেন, “জয়ের পুরো কৃতিত্ব ইংল্যান্ডের। ভারত পাঁচটা শতরান করলেও আত্মবিশ্বাস ইংল্যান্ডের বেশি ছিল। তাই জন্যই শেষ দিকে পর পর উইকেট ফেলতে পেরেছে। ভারতের ফিল্ডিংয়ের সময় শুধু ক্যাচ পড়া নয়, সামগ্রিক ফিল্ডিংই ছিল খুব সাধারণ মানের। টেস্টের মানেরই নয়।”

Advertisement
আরও পড়ুন