IPL 2025

অভিজ্ঞতার সঙ্গে বাড়ছে ধারাবাহিকতা, প্রভসিমরনের সাফল্যের নেপথ্যে কী?

শনিবার প্রভসিমরন ছ’টি চার এবং ছ’টি ছক্কা মারেন। কী ভাবে এত ধারাবাহিক হয়ে উঠলেন তিনি? সেটাই জানালেন দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৭:০৩
Prabhsimran Singh

প্রভসিমরন সিংহ। —ফাইল চিত্র।

এ বারের আইপিএলে ধারাবাহিকতা দেখাচ্ছেন প্রভসিমরন সিংহ। শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৯ বলে ৮৩ রান করেন তিনি। পঞ্জাব কিংসের এই ব্যাটার দলকে ২০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। শনিবার প্রভসিমরন ছ’টি চার এবং ছ’টি ছক্কা মারেন। কী ভাবে এত ধারাবাহিক হয়ে উঠলেন তিনি? সেটাই জানালেন দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশী।

Advertisement

বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাওয়ায় পঞ্জাবের জেতা হয়নি। কিন্তু কলকাতার বোলারদের ঘুম উড়িয়ে দেন প্রভসিমরন। তিনি বলেন, “আমার মনে হয়, আসল জিনিসটা হল আত্মবিশ্বাস। আইপিএল শুরুর আগে প্রভসিমরন অনেক পরিশ্রম করেছে। সেই সঙ্গে দলে রিকি পন্টিং যে ইতিবাচক পরিবেশ তৈরি করেছে, সেটাও একটা কারণ। সাদা বলে ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক ভাবে রান করেছে। রঞ্জি ট্রফিতেও রান করেছে।”

পঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচের মতে প্রভসিমরনের আত্মবিশ্বাসের সঙ্গে বেড়েছে অভিজ্ঞতাও। যোশী বলেন, “প্রতিযোগিতার শুরু থেকে রান পেলে আত্মবিশ্বাস বাড়ে। ধারাবাহিকতাও এসেছে। গত বারের থেকে এ বারে অনেক বেশি ধারাবাহিক প্রভসিমরন। এক বছরে ওর অভিজ্ঞতা অনেকটাই বেড়েছে।”

পঞ্জাবের হয়ে সবচেয়ে বেশি রান করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রভসিমরন। শীর্ষে রয়েছেন তরুণ প্রিয়াংশ আর্য। প্রভসিমরন ৯টি ইনিংসে ২৯২ রান করেছেন। আগামী দিনেও রানের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন তিনি।

Advertisement
আরও পড়ুন