Asia Cup 2025 Final

পাকিস্তানের অধিনায়কের সঙ্গে ট্রফি নিয়ে ছবি তুলতে চাননি সূর্যকুমার? এশিয়া কাপ ফাইনালের আগে নতুন বিতর্ক

বহুদলীয় প্রতিযোগিতার ফাইনালের আগে ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়কের ছবি তোলাই দস্তুর। এশিয়া কাপ ফাইনালের আগে তা হল না। পাকিস্তানের অধিনায়কের সঙ্গে ছবি তুলতে সূর্যকুমার যাদব রাজি হননি বলেই জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫০
cricket

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (বাঁ দিকে) এবং পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। — ফাইল চিত্র।

যে কোনও বহুদলীয় প্রতিযোগিতার ফাইনালের আগে ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়কের ছবি তোলাই দস্তুর। এশিয়া কাপ ফাইনালের আগে তা হল না। পাকিস্তানের অধিনায়কের সঙ্গে ছবি তুলতে সূর্যকুমার যাদব রাজি হননি বলেই জানা গিয়েছে। ফলে ফাইনালের এক দিন আগে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে এ বিষয়ে প্রশ্ন করা হয় পাক অধিনায়ক সলমন আঘাকে। তিনি বলেন, “ওদের যা ইচ্ছা ওরা করতে পারে। আমরা নিয়ম মেনেই চলব। বাকিটা ওদের উপর নির্ভর করছে। ওরা চাইলে আসতে পারে। না আসতে চাইলে আমাদের কিছু করার নেই।”

রবিবারের ফাইনালে ভারত জিতুক বা হারুক, ট্রফি তাদের নিতেই হবে। সেই ট্রফি তুলে দেওয়ার জন্য মঞ্চে থাকবেন মহসিন নকভি, যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান এবং পাক বোর্ডের প্রধান ও সে দেশের কেন্দ্রীয় মন্ত্রী। সম্প্রতি ভারতকে কটাক্ষ করে সমাজমাধ্যমে একের পর এক পোস্ট করেছেন নকভি। ভারতীয় দল সেই কর্তার হাত থেকে ট্রফি নেবে কি না, তা এখনও জানা যায়নি। নকভি ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছেন। ট্রফি দেওয়ার পাশাপাশি দুই দলের সঙ্গে হাত মেলানোর কথাও রয়েছে তাঁর। ভারত কী করে সেটাই এখন দেখার।

এ দিকে, করমর্দন-বিতর্ক নিয়ে মুখ খুলে এ দিন সলমন বলেছেন, “আমি পেশাদার ক্রিকেট খেলছি ২০০৭ থেকে। কখনও দেখিনি যে ম্যাচের মধ্যে দুটো দল হাত মেলাচ্ছে না। আমার বাবাও ক্রিকেটের বড় ভক্ত। ক্রিকেটের অনেক গল্প ওঁর থেকে শুনেছি। উনিও কখনও বলেননি যে অতীতে এমন কোনও ঘটনা ঘটেছে। দুটো দল ক্রিকেট ম্যাচ খেললেও হাত মেলায়নি, এমন কখনও শুনিনি।”

এখানেই থামেননি সলমন। আরও বলেছেন, “বরাবর শুনে এসেছি ক্রিকেট মাঠে ভদ্রতা বজায় রাখা হয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন এর থেকেও খারাপ সম্পর্ক ছিল, তখনও দুই দল একে অপরের বিরুদ্ধে খেলেছে। তখনও হাত মিলিয়ে দু’দলের ক্রিকেটারেরা। আমার মতে, ক্রিকেটের জন্য হাত না মেলানোর ঘটনা ভাল উদাহরণ নয়।”

Advertisement
আরও পড়ুন